Ans: খ্রিষপূর্ব 1500 সালে সিন্ধু সভ্যতার পতন ফলে বৈদিক যুগের সূচনা হয় ।
2. __ অনুসরি সম্পদসমূহকে বহুলভাবে প্রাকৃতিক, মানৱসৃষ্ট এবং মানব সম্পদ হিচাবে বিভক্ত করতে পারি।
Ans: খ্রিষপূর্ব 1500 সাল থেকে 1000 সাল পর্যন্ত কাল পূর্বকে ঋক বৈদিক যুগ বা আদি বৈদিক যুগ বলা হয় ।
3. কোন সময় কালটিকে বৈদিক যুগ বলা হয় ?
Ans :-
খ্রিষপূর্ব 1000 সাল থেকে 600 সাল পর্যন্ত সময়কে বৈদিক যুগ বলা হয়
4. বৈদিক যুগের সংস্কৃতির মূল নির্মাতা কে ছিল ?
Ans: আর্যভাষী নর্ওগোষ্ঠীর অন্তর্ভুক্ত লোকদের একটি হল বৈদিক যুগের বা সংস্কৃতির মূল নির্মাতা ছিল ।
5. ভারতের ঐতিহাসিক যুগে আগমন ঘটা বিভিন্ন জাতির নাম লিখ ?
Ans : ভারতের ঐতিহাসিক যুগে আগমন ঘটা বিভিন্ন জাতির নাম হলো - গ্রীক , শক , হুন, তুর্কি আকগান, মোগল , পর্তুগিজ , ওলন্দাজ ইত্যাদি।
6. ভারতীয় সংস্কৃতি দুটি বৈশিষ্ট লিখ ?
Ans: : ভারতীয় সংস্কৃতির দুটি বৈশিষ্ট্য হলো
(i) সংস্কৃতি বহুত্ববাদ ( multi cultureism ) ও
(ii) বৈচিত্রের মধ্যে ঐক্য ।
7) 'সংস্কৃতিক বহুত্ববাদ' - বলতে কি বোঝ ?
Ans : 'সংস্কৃতিক বহুত্ববাদ' কোনো একটি সমাজের সংস্কৃতিক বিভিন্নতা এবং তার প্রতি যে শ্রদ্ধার ভাব তাকে বোঝায় ।
(8). 8. . ভারতের ভাষিক , ধর্মীয়, ভৌগলিক আর্থিক ইত্যাদি ক্ষেত্রে বিভিন্নতা থাকা সত্ত্বেও কেন এক ঐক্যবদ্ধI অনুভূতির বিভিন্নতা দেখা যায় ?
Ans:
ভারতের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নতা থাকা সত্ত্বেও এদের মধ্যে এক ঐক্যবদ্ধ ভাব দেখা যায় এর কারণগুলো হল -
(i) হিন্দু ধর্মের স্বকীয় বহুত্ববাদী আদর্শ তথা উদারতা ।
(ii) বিভিন্ন সময়ে গরে ওঠা সাম্রাজ্যগুলোর একতার ইতিহাস ও
(iii) বিভিন্ন যুগের শাসকদের ধর্মীয় তথা সাংস্কৃতিক উদারতা প্রেরণা ।
9). 9. 9. প্রাচীন যুগের ভারতবর্ষের রচিত কয়েকটি সংস্কৃত সাহিত্য সমভারের নাম লিখ ?
Ans.বেদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক প্রভৃতি , উপনিষদ রাজি, রামায়ণ, এবং মহাভারত মহাকাব্যদ্বয় গীতা, পুরান সমূহ, বেদাঙ্গ, সমূহ, কৌটিল্যর, অর্থশাস্ত্র, চিকিৎসা বিষয়ক চরক সংহিতা, ইত্যাদি।
10) প্রাচীন ভারতের কয়েকজন দার্শনিকের নাম লিখ ?
Ans.প্রাচীন ভারতের কয়েকজন দার্শনিকের নাম হলো - কপিল, পৃতওগওলি, গৌতম, ব্যৎসায়ন কনাদ জৈমিনি, রামানুজ, মধবাচক্তি , ইত্যাদি
11) (i) ভারতীয় নগর
(ii) দক্ষিণ ভারতীয় দ্রাবিড় এবং
(ii) বিন্দ ও কৃষওনদীর মধ্যবর্তী অঞ্চলকে উপলব্ধ ওয়েসব শ্রেণী ।
Ans.
12) ভারতবর্ষের আদর্শ স্তূপটির নাম কী?
Ans. ভারতবর্ষের আদর্শ স্তূপটির নাম হলো সাচীস্তূপ ।
13) UNESCO দ্বারা বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে তালিকাভুক্ত করা ভারতীয় স্থাপত্য শিল্পের উদাহরণ দাও
14)মোগল বাদশাহদের সময়ে সচিত্র প্রকাশিত করা কয়েকটি গ্রন্থের নাম লেখ ?
মোগল বাদশাহদের সময়ে সচিত্র প্রকাশিত করা কয়েকটি গ্রন্থের নাম হলো - নাদশাহনামা, তুতিলামা, জাহাঙ্গীর নামা, দাস্তান এ আমির, ইত্যাদির গ্রন্থ ।
15) প্রাচীন ভারতবর্ষে সংগীত ও নৃত্যকলার জন্য উদ্ভরিত কয়েকটি বাদ্যযন্ত্রের নাম লিখ ?
Ans:- বিভিন্ন প্রকারের বাঁশি, ভেঁপু, সানাই, ঢোল, তবলা বিভিন্ন রকমের তাল, নাগরা মৃদঙ্গ , খোল ,সারাঙ্গ , জল তরঙ্গ, নুপুর সেতার ইত্যাদি।
16) দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত ও সরকারের স্বীকৃতিপ্রাপ্ত ধ্রুপদি পদগুলোর নাম লিখ ?
Ans :- কথাকলি, মোহিনী, আম্র, ভরতনাট্যম, কুচিপুরি, ওরিশি, কহুlক , সত্রিয়া এবং মণিপুরি।
17) কখন এবং কে যোগসূত্র নামক গ্রন্থ সংকলন করেন ?
Ans :-আন্দুমানিক 200 খ্রিস্টাব্দে, মহর্ষি পদগুলি।
18) কখন এবং কোন সংস্থা প্রথমবারের মতো আন্তর্জাতিক 'যোগ দিবস' পালন করা সন ঘোষণা করেন ?
Ans :-
2015 সালের 21 জুন রাষ্ট্র সংঘ
19. মেঘালয়ের খাসিয়ারা কোন গোষ্ঠীর লোক ?
Ans:- আষ্ট্রীক গোষ্টি ।
20. হর্ণবিল - বেলা কেন পালন করা হয় ?
Ans:- নাগালেন্ডের বিভিন্ন জনজাতীয় গোষ্ঠীর নৃত্যগীত , বাদা শিল্পকলা ইত্যাদি প্রদর্শন করার স্বার্থে হন বিল মেলা পালন করা হয় ।
21. 'মিজো' শব্দের অর্থ কি ?
|
Ans:-
'মিজো' শব্দের অর্থ পাহাড়ের বাসিন্দা ।
22. অসমের প্রাচীন নাম কি ছিল ?
Ans:-অসমের প্রাচীন নাম ছিল প্রাগজ্যোতীষপুর এবং কামরূপ।
23. কখন এবং কার নেতৃত্বে নব - বৈষওব আন্দোলনের সূচনা হয়েছিল ?
Ans:-
পঞ্চদশ শতকে (1401-1500) শংকরদেব এবং মাধব দেবের নেতৃত্বে নববৈষওব আন্দোলনের সূচনা হয়।
24. শংকর দেবের প্রথম নাট্য কী?
Ans:- শংকরদেবের প্রথম নাট্য হল- চিহ্ন যাত্রা ।
25. কখন এবং কারা সর্বপ্রথম অরুনদয় নামে অসমীয়া সংবাদপত্র প্রকাশ করেন ?
Ans:-1846 খ্রিস্টাব্দে, আমেরিকান ব্যাপস্টি মিশনারীরা ।
26.1846 খ্রিস্টাব্দে, আমেরিকান ব্যাপস্টি মিশনারীরা ।
Ans:-
আনন্দলহরী, হস্তিবিদ্যানর্ব, চিত্র ভাগবত, গীতগোবিন্দ, কুমার হরণ, শঙ্খচূড় বধ, লব কুশের যুদ্ধ ইত্যাদি।
27. কে হস্তিবিদ্যার্ণব রচনা করেছিলেন ?
Ans:-
সুকুমার বরকাইত ।
28. হস্তিবিদ্যার্ণব গ্রন্থে থাকা চিত্রগুলি কোন চিত্রকর রচনা করেছিলেন?
Ans:- দিলওয়ার ও দোসাই ।
29.ভাস্কর্য শিল্পের নিদর্শন অবস্থিত হয়েছে অসমের এখন কয়েকটি স্থানের নাম লিখ ?
Ans:-
তেজপুরের দোয়া দ-পর্বতীয়া , বামুনি পাহাড় , মদন কামদেব , আমবাড়ি ডবকা, সূর্য পাহাড়, বড় গঙ্গা , নুমালিগড় ইত্যাদি ।
30) আহোম রাজত্বকালে শিবসাগরে নির্মিত তিনটি রাজকীয় অট্টালিকার নাম লিখ ?
Ans:- আহোম রাজত্বকালে শিবসাগরে নির্মিত তিনটি রাজকীয় অট্টালিকা হলো -
রঙপুরের রংঘর , কারেং ঘর এবং গরগাও এর তলাতল ঘর ।
31. মধ্যযুগে অসমে নির্মিত প্রাচীন মন্দির গুলো কী কী ?
Ans :- মধ্যযুগে অসমে নির্মাণ করা প্রাচীন মন্দির গুলো হল কামাখ্যা মন্দির, উগ্রতারা মন্দির, নবগ্রহ মন্দির, শিবদৌল, দেবীদৌল, জয়দৌল, হাজোর হয়গ্রীব মাধব মন্দির ।
32) তলাতল ঘর কে নির্মাণ করেছিলেন ?
Ans :-
স্বর্গদেউ রুদ্রসিংহ ।
33) আহোম রাজত্বকালের কিছু শিলা নির্মিত যাকে পুলের নাম লিখ ?
|
34) চাংরুং ফুকনের কার্যাবলী লিখিত বুরঞ্জি গুলিকে কী বুরঞ্জি বলা হয় ?
Ans : চু্ংরুং ফুকনের বুরঞ্জি ।
35) কখন থেকে রঙালী বিহু আরম্ভ হয় ?
Ans :- চৈত্র-সংক্রান্তি থেকে ।
36. চৈত্র মাসের শেষ দিনটিকে কী নামে জানা যায় ?
Ans :- সংক্রান্তি বা দোমাহি নামে।
37) অসমে প্রচলিত কিছু লোকগীতের উদাহরণ দাও ?
Ans :- বিয়ানাম, আইনাম, ধাইনাম, কামরূপী, লোকগীত, টৌকারি গীত ।
38) ওজাপান্নি নৃত্যে খ্যাতি অর্জন করা দুজন লোকের নাম লিখ ?