1. নিচে উল্লেখ করা কোন কারকে দ্রুতগতিতে পৃথিবীর পরিবেশ পরিবর্তনের ক্ষেত্রে দায়বদ্ধ ?

( Half-yearly 2024, Kamrup District)




(i) দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
(ii) উদ্যোগীকরণ
(iii) বনানী করন
(iv) নগরীকরণ

2. অ্যাসিড বৃষ্টি সাধারনত হয় ?

( Half-yearly 2024, Kamrup District)

3. সম্প্রতি পৃথিবীর স্থলভাগের কত শতাংশ মরুভূমি অঞ্চলের কবলে আছে ?

( Half-yearly 2024, Kamrup District)

4. নীচের কোনটি গোলকীয় উষ্ণতার প্রত্যক্ষ পরিণতি ? -

5. নীচের পরিঘটনা গুলি সঠিক ক্রমে সাজাও যা গোলকীয় উষ্ণতা বৃদ্ধিতে সহায় করে ----

( Half-yearly 2024, Kamrup District)


(i) বর্ধিত সবুজগৃহ প্রভাব
(ii) কার্বন-ডাই-অক্সাইড এবং অন্যন সবুজ গৃহের বৃদ্ধি
(iii) পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পায় ।
(iv) জীবাশ্ম ইন্ধন জ্বালানো এবং বনাঞ্চল ধংস

6. জীবমণ্ডলে এখন পর্যন্ত সনাক্ত করা প্রজাতির সংখ্যা হল -

( Half-yearly 2024, Dhemaji District)