পরিবেশ এবং পরিবেশের সমস্যা MCQ
SEBA ক্লাস 10 সমাজ বিজ্ঞান প্রশ্নের বাংলায় উত্তর – 2024 | বিজ্ঞান পাঠক্রমের প্রশ্ন উত্তর
1. নিচে উল্লেখ করা কোন কারকে দ্রুতগতিতে পৃথিবীর পরিবেশ পরিবর্তনের ক্ষেত্রে দায়বদ্ধ ? ( Half-yearly 2024, Kamrup District)
(i) দ্রুত জনসংখ্যা বৃদ্ধি (ii) উদ্যোগীকরণ (iii) বনানী করন (iv) নগরীকরণ
(a) কেবল (i) শুদ্ধ
(b) কেবল (ii) শুদ্ধ
(c) কেবল (i) এবং (ii) শুদ্ধ
(d) (i) , (ii) এবং (iv) শুদ্ধ
Hide Answer
2. অ্যাসিড বৃষ্টি সাধারনত হয় ? ( Half-yearly 2024, Kamrup District)
(a) অরণ্য অঞ্চলে
(b) উদ্যোগিক অঞ্চলে
(c) ঘাসপুরন অঞ্চলে
(d) মেরু অঞ্চলে
Hide Answer
3. সম্প্রতি পৃথিবীর স্থলভাগের কত শতাংশ মরুভূমি অঞ্চলের কবলে আছে ? ( Half-yearly 2024, Kamrup District)
(a) 25%
(b) 30%
(c) 25%
(d) 20%
Hide Answer
4. নীচের কোনটি গোলকীয় উষ্ণতার প্রত্যক্ষ পরিণতি ? -
(a) খনিজ পদার্থের অভাব
(b) সাগরপৃষ্ঠের উত্থান
(c) মরুভূমির গঠন
(d) ভুমিস্খলন
Hide Answer
5. নীচের পরিঘটনা গুলি সঠিক ক্রমে সাজাও যা গোলকীয় উষ্ণতা বৃদ্ধিতে সহায় করে ---- ( Half-yearly 2024, Kamrup District)
(i) বর্ধিত সবুজগৃহ প্রভাব
(ii) কার্বন-ডাই-অক্সাইড এবং অন্যন সবুজ গৃহের বৃদ্ধি
(iii) পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পায় ।
(iv) জীবাশ্ম ইন্ধন জ্বালানো এবং বনাঞ্চল ধংস
(a) (iv) ➟ (ii) ➟ (i) ➟ (iii)
(b) (ii) ➟ (i) ➟ (iii) ➟ (iv)
(c) (i) ➟ (ii) ➟ (iii) ➟ (iv)
(d) (iv) ➟ (i) ➟ (ii) ➟ (iii)
Hide Answer
6. জীবমণ্ডলে এখন পর্যন্ত সনাক্ত করা প্রজাতির সংখ্যা হল - ( Half-yearly 2024, Dhemaji District)
(a) ১.৫০ নিযুত
(b) ১.৭৫ নিযুত
(c) ২.৪০ নিযুত
(d) ৩.০২ নিযুত
Hide Answer