SEBA ALL DISTRICT PRE-BOARD MCQ HSLC 2024

Get free pdf Notes
G/Sc Mcq

Textual Questions

1) ভূত্বকে কার্বন কি রুপে থাকে ?




উত্তরঃ খনিজ রুপে থাকে ।

২। ভূত্বকে কার্বনের পরিমান কত ?


উত্তর ঃ- 0.02%
3) বায়ুমণ্ডলে কার্বন ডাই কার্বন-ডাই-অক্সাইডের পরিমান কত ?


উত্তর ঃ- 0.03%

4। ভূত্বকে কার্বন-ডাই-অক্সাইডের খনিজ রুপগুলি লিখ ।


উত্তর ঃ- কার্বনেট , হাইড্রোজেন কার্বনেট , কয়লা এবং পেট্রোলিয়াম ।

5) কার্বনের যোজক ইলেকট্রনের সংখ্যা , পারমাণবিক সংখ্যা , পারমাণবিক ভর লিখ ।


উত্তর ঃ- কার্বনের যোজক ইলেকট্রনের সংখ্যা ঃ 4 , পারমাণবিক সংখ্যা : 6 এবং পারমাণবিক ভর ঃ 12

6. কার্বনের কেটিনেশন ধর্ম কি ?


উত্তর ঃ- কার্বন অন্য কার্বন পরমাণুর সাথে বন্ধন গঠন করে অতি দীর্ঘ শৃংখল গঠন করতে পারে । এই ধর্মটিকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলে ।

7. সহযোজী বন্ধনি কাকে বলে ?


উত্তর ঃ- দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগ বন্টন করে গঠন হওয়া বন্ধনীকে সহযোজী বন্ধনি বলে ।

8) সহযোজী যৌগ কি?

উত্তর ঃ- দুটা পৰমাণুৰ মাজত ইলেক্ট্রন ভাগ-বাটোৱাৰাৰ ফলত উৎপন্ন হোৱা যৌগক সহযোজী যৌগ বোলে।

9. সহযোজী যৌগের গলনাঙ্ক এবং উত্তলাংক কেন নিম্ন ?

উত্তর ঃ- সহযোজী যৌগের গলনাঙ্ক এবং উত্তলাংক অতি নিম্ন । কারণ সহযোগী যৌগের অনু গুলোর মধ্যে আন্ত-আণবিক বল খুবই কম । সেজন্য কম পরিমাণে তাপ শক্তি প্রয়োগ করেই অনুর মধ্যে বল অতিক্রম করতে পারে ।