MCQ




নিচের কোন বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ দুটির মধ্যে আয়নের বিনিময় ঘটে:m

(a) অপসারণ
(b) বিযোজন
(c) দ্বিঅপসারণ
(d) সংযোজন



Ans :- (c) দ্বিঅপসারণ।

Q.2. প্রাকৃতিক গ্যাসের দহন নিচের কোনটির উদাহরণ:


(a) তাপগ্রাহী
(b) তাপবর্জী
(c) সংযোজন
(d) অধঃক্ষেপণ


Ans :- (b) তাপবর্জী।

3. ZnO + C → Zn + CO এই বিক্রিয়ায় জারিত এবং বিজারিত পদার্থ দুটি ক্রমে:

(a) ZnO, C
(b) Zn, CO
(c) ZnO, CO
(d) C, ZnO




Ans :- (d) C, ZnO



Q.4. ম্যাগনেসিয়ামের ফিতা একটি বাতাসে দহন করলে উৎপন্ন হওয়া সাদা পাউডারটি হলো:

(a) ম্যাগনেসিয়াম কার্বনেট
(b) ম্যাগনেসিয়াম নাইট্রেট
(c) ম্যাগনেসিয়াম অক্সাইড
(d) ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড



Ans :- (c) ম্যাগনেসিয়াম অক্সাইড।
Q.5. ফেরাস সালফেট তাপীয় বিযোজনে উৎপন্ন হয়:

(a) SO₂
(b) SO₃
(c) Fe₂O₃
(d) ওপরের সবগুলো




Ans :- (d) ওপরের সবগুলো।
Q.6 . চুনশিলা উত্তপ্ত করে পোড়া চুন উৎপন্ন করা বিক্রিয়াটি নিচের কোনটির উদাহরণ:


(a) সংযোজন
(b) বিযোজন
(c) অপসারণ
(d) তাপবর্জী




Ans :- (b) বিযোজন।
Q.7. BaCl₂ + H₂SO₄ → BaSO₄ + 2HCl – এই বিক্রিয়াটি নিচের কোনটির উদাহরণ:

(a) অপসারণ
(b) দ্বিঅপসারণ
(c) অধঃক্ষেপণ।
(d) (b) এবং (c)
উত্তরঃ (d) (b) এবং (c)


Ans :-

Q.8. কপার ক্ষয়ীভবন ঘটলে কপারের পৃষ্ঠে কোন রঙের চামড়ি পড়ে?


(a) কালো
(b) মুগা
(c) সবুজ
(d) লাল

Ans :- (c) সবুজ।



Q.9. সিলভারের ক্ষয়ীভবনের ফলে সিলভারের পৃষ্ঠে কোন রঙের চামড়ি পড়ে?

(a) কালো
(b) সবুজ
(c) মুগা
(d) মাটিয়া






Ans :- (a) কালো।

10. Fe₂O₃ + 2Al – Al₂O₃ + 2Fe উপরােক্ত বিক্রিয়াটি নীচে দেওয়া কোন প্রকার বিক্রিয়ার উদাহরণ?


(a) সংযােগ বিক্রিয়া।
(b) বিনিময় বিক্রিয়া।
(c) বিয়ােজন বিক্রিয়া।
(d) প্রতিস্থাপন বিক্রিয়া।

Ans :- (d) প্রতিস্থাপন বিক্রিয়া।