মস্তিস্কের প্রধানত 3 টি ভাগ । এগুলি হল ঃ
(i) প্র-মস্তিস্ক
(ii) মধ্য-মস্তিস্ক ও
(iii) নিম্ন-মস্তিস্ক ।
19) বিভিন্ন প্রকারের স্নায়ুকোষ এবং তাদের কার্য উল্লেখ কর।
Ans :- স্নায়ুকোষগুলিকে তিন ভাগে ভাগ করা হয়। যেমন-
(i) সংজ্ঞাবাহী স্নায়ুকোষ (Sensory Neuron)
(ii) আজ্ঞাবাহী স্নায়ুকোষ (Motor Neuron)
(iii) পর্যায়ক, বা অন্তঃবর্তী স্নায়ুকোষ (Relay Neuron)
স্নায়ুকোষগুলির বিভিন্ন কার্য নীচে উল্লেখ করা হল-
(i) সংজ্ঞাবাহী স্নায়ুকোষ- জীবদেহে থাকা বিভিন্ন সংগ্রাহক অঙ্গ হতে সংজ্ঞাবাহী স্নায়ুকোষে স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে।
(ii) আজ্ঞাবাহী স্নায়ুকোষ- আজ্ঞাবাহী স্নায়ুকোষে স্নায়ু প্রেরণা বা নির্দেশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হতে কার্যকরী অঙ্গে প্রেরণ করে।
(iii) পর্যায়ক বা অন্তবর্তী স্নায়ুকোষ- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকা ধরনের স্নায়ুকোষে অথবা স্নায়ুকোষ বা সংজ্ঞাবাহী ও আজ্ঞাবাহী স্নায়ুকোষের মধ্যে পর্যায়ক্রমে স্নায়ু প্রেরণা করে।
20) চারটি অন্তঃস্রাবী গ্রন্থির নাম লিখ।
Ans :- চারটি অন্তঃস্রাবী গ্রন্থি হল-
(i) পিটুইটারী গ্রন্থি (Pituitary Gland)
(ii) থাইরয়েড গ্রন্থি (Thyroid Gland)
(iii) প্যারাথাইরয়েড গ্রন্থি (Parathyroid Gland). এবং
(iv) অ্যাড্রিনাল গ্রন্থি বা অধিবৃক্কীয় গ্রন্থির (Adrenal Gland).
21) স্নায়ুসমূহের ক্রিয়ার উপরে ভিত্তি করে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ?
Ans :- স্নায়ুসমূহের ক্রিয়ার উপরে ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা হয়েছে-
(i) সংবেদী বা সংজ্ঞাবাহী স্নায়ু (Sensory Nerve)
(ii) আজ্ঞাবাহী বা চালক স্নায়ু (Motor Nerve). এবং
(iii) মিশ্র স্নায়ু (Mixed Nerve)
22) মানুষের শরীরে থাকা স্নায়ুতন্ত্র এবং অন্তঃস্রাবী তন্ত্রের কাজ কি ?
Ans :- মানুষের শরীরে থাকা স্নায়ুতন্ত্র এবং অন্তঃস্রাবী তন্ত্রের কাজ হল মানুষের শরীরে থাকা বিভিন্ন অঙ্গসমূহের মধ্যে সমন্বয় সাধন করা এবং অঙ্গসমূহকে নিয়ন্ত্রণ করা। (b)
23. উদ্ভিদের সঞ্জীবনী পদার্থ (Plant Hormone) গুলি কি কি?
Ans :- উত্তর: (i) জিবাবেরেলিন
(ii) সাইটোকাইনিন
(iii) অক্সিন
(iv) এবসিসিক অ্যাসিড
24. লজ্জাবতী বনের পাতার চলন প্রক্রিয়া এবং কান্ডের কোমল আগা পোহরের দিকে গতি করার প্রক্রিয়ার মধ্যে কি পার্থক্য আছে?
Ans :- উত্তর: লজ্জাবতী বনের বিকাশ বা বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। অন্যদিকে, বীজের অঙ্কুরণের গতি বা চলনের দিশাটি বিকাশ বা বৃদ্ধির সাথে জড়িত। নিলাজী বনের ক্ষেত্রে স্পর্শ করা অংশ থেকে গতি লাভ করা অংশের সংযোগ স্থাপন বৈদ্যুতিক বা রাসায়নিক মাধ্যমের মাধ্যমে হয়। কোষের পরস্পর সংযোগ থাকতে হয়। এই চলাচল দ্রুতগতিতে সংঘটিত হয়। অন্যদিকে, কান্ডের কোমল আগা পোহরের দিকে মন্থর গতিতে সংঘটিত হয়।
25. উদ্ভিদের বৃদ্ধিতে অবদান রাখে এমন একটি সঞ্জীবনী পদার্থের উদাহরণ দাও।
Ans: অক্সিন
26. কোন একটি আধারের চারিপাশে আকর্ষণে অক্সিন কীভাবে সাহায্য করে?
Ans :-
অক্সিন উদ্ভিদের বৃদ্ধিতে অবদান রাখে। উদ্ভিদের আকর্ষণে অক্সিনের ঘনত্ব বৃদ্ধির ফলে এর কোষগুলির দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এর ফলে আকর্ষণ ডাল বেঁকে যায় এবং বস্তুটি চারিপাশে মোড়ানো অবস্থায় আটকে থাকে।
27. প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় কিভাবে সংঘটিত হয়?
উত্তরঃ
প্রাণীদেহে হরমোন দ্বারা রাসায়নিক সমন্বয় সংঘটিত হয়। প্রাণীর শরীরে থাকা অন্তঃস্রাবী গ্রন্থি হরমোন নিঃসরণ করে। এই গ্রন্থিগুলো থেকে নিঃসৃত হরমোনসমূহ রক্তে মিশে যায় এবং এই হরমোন ক্রিয়া করার স্থানগুলিতে পরিবাহিত হয়।
28. আয়োডিনযুক্ত লবণ খাওয়া কেন প্রয়োজন?
করে। সুতরাং, আয়োডিন পুষ্টি লবণ খাওয়া আবশ্যক।
।
উত্তরঃ আয়োডিনের সাহায্যে আমাদের শরীরে থাকা থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন নামক একটি হরমোন তৈরি করে। থাইরক্সিন আমাদের শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বির বিপাক নিয়ন্ত্রণ করে এবং বৃদ্ধির জন্য একটি উপযুক্ত সমতা প্রদান করে। সুতরাং, আয়োডিন পুষ্টি লবণ খাওয়া আবশ্যক।
29 ) মানুষের শরীরে থাকা চারটি অন্তঃস্রাবী গ্রন্থির নাম লেখ । :
Ans :- মানুষের শরীরে থাকা চারটি অন্তঃস্রাবী গ্রন্থির নাম হলো -
(i) প্যারাথাইরয়েড গ্রন্থি
(ii) অ্যাড্রিনাল গ্রন্থি
(iii) পিটুইটারী গ্রন্থি
(iv) অগ্ন্যাশয় গ্রন্থি
30) প্রতীপ ক্রিয়া না থাকলে আমাদের শরীরে কি ধরনের বিসঙ্গতি দেখা দেবে লেখ ।
উত্তরঃ Ans :- প্রতীপ ক্রিয়া না থাকলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের বিসঙ্গতি দেখা দিতে পারে। রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজেই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে। শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, হৃদপিণ্ডের কার্যকারিতা কমে গিয়ে হৃদরোগের ঝুঁকি বাড়বে। মানসিক ও শারীরিক চাপ সহ্য করার ক্ষমতা কমে যাবে এবং পেশী ও নার্ভের কার্যকারিতা হ্রাস পাবে। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে। এইসব বিসঙ্গতি স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করবে।
31. ইনসুলিন হরমোন এর কার্য এবং এর অভাবে সৃষ্টি হওয়ার একটি নাম লিখ ।
Ans. ইনসুলিন হরমোন রক্তে গ্লকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শরীরের কোষগুলিকে গ্লুকোজ গ্রহণ করতে এবং ব্যবহার করতে সাহায্য করে। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হতে পারে।
32. উদ্ভিদে পাওয়া পাঁচ শ্রেণীর হরমোনের নাম লেখ ।
উত্তরঃ উদ্ভিদে পাওয়া পাঁচ শ্রেণীর হরমোনের নাম হলো:
(i) অক্সিন
(ii) জিবারেলিন
(iii) সাইটোকিনিন
(iv) অ্যাবসিসিক অ্যাসিড
(v) ইথিলিন
33) থাইরয়েড গ্রন্থি ক্ষরণ করা হরমোন এবং এর কার্য উল্লেখ ক
উত্তরঃ থাইরয়েড গ্রন্থি ক্ষরণ করা হরমোনটি হলো - থাইরক্সিন হরমোন । এর কার্য হল - থাইরক্সিন শরীরের বৃদ্ধির মাত্রা ঠিক রাখার জন্য কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের বিপাক কার্য নিয়ন্ত্রণ করে । আয়োডিন থাইরক্সিন সংশ্লেষণে প্রয়োজন । যদি আমাদের মধ্যে আয়োডিন কম থাকে আমাদের গয়টার রোগ হবার সম্ভাবনা হয়। এর ফলে গলা ফুলে যায়।
34 ) সাইটোকাইনিন এর চারটা কার্য উল্লেখ করো ।
Ans :- সাইটোকাইনিন এর চারটি কার্য হল ঃ-
(i) সাইটোকাইনিন কোষ বিভাজন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ।
(ii) পত্রের বয়স প্রতিরোধ: সাইটোকাইনিন পত্রের বয়স প্রতিরোধে ভূমিকা রাখে, ফলে পত্রের ক্লোরোফিল ক্ষয় কম হয় এবং পত্র দীর্ঘ সময় সবুজ থাকে।
(iii) কুঁড়ি গঠন ও বিকাশ: সাইটোকাইনিন উদ্ভিদের কুঁড়ি গঠন এবং বিকাশে সহায়তা করে। এটি কুঁড়ি এবং অঙ্কুর গঠনে উদ্দীপনা যোগায়।
(iv) পুষ্টি পরিবহন ও বিতরণ: সাইটোকাইনিন উদ্ভিদের মধ্যে পুষ্টি পরিবহন এবং বিতরণে সাহায্য করে, বিশেষ করে পত্র থেকে মূল পর্যন্ত শর্করা এবং অন্যান্য পুষ্টির সরবরাহ নিশ্চিত করে।
-->
-->