MCQ
1. জীবের শরীরের বাহির থেকে অক্সিজেন আহরণ করে তাকে কোষীয় প্রয়োজনের জন্য খাদ্যের উৎসের বিশ্লেষণ প্রক্রিয়াতে ব্যবহার করা প্রক্রিয়াটি হল -
(a) পরিপুষ্টি
(b) পরিবহন
(c) রেচন
(d) শ্বসন
Ans :- (d) শ্বসন
Q.2. জীবের শরীরে এক জায়গা থেকে অন্য জায়গায় অক্সিজেন এবং খাদ্যদ্রব্য স্থানান্তর করা প্রক্রিয়াটি হল –
(a) শ্বসন
(b) পরিবহন
(c) পরিপুষ্টি
(d) রেচন
Ans :- (b) পরিবহন।
3. জীবের শরীর থেকে ক্ষতিকারক অপসারণীয় পদার্থ দূর করা প্রক্রিয়াটি হল –
(a) পরিপুষ্টি।
(b) শ্বসন।
(c) রেচন।
(d) পরিবহন।
Ans :- (c) রেচন।
Q.4. যে প্রক্রিয়ার মাধ্যমে স্বপোষী জীবের কার্বন এবং শক্তির প্রয়োজনীয়তা পূর্ণ করা হয় তাকে –
(a) সালোক সংশ্লেষণ বলে
(b) বাষ্পমোচন বলে
(c) স্থানান্তর বলে
(d) ফটোফসফোরিলেশন বলে
Ans :- (a) সালোক সংশ্লেষণ বলে।
Q.5. চর্বি অণুর ইমালসিফিকেশন সংঘটিত করে —
(a) ট্রিপসিন
(b) পেপসিন
(c) পিত্ত লবণ
(d) এমাইলেজ
Ans :- (c) পিত্ত লবণ।
Q.6 . নিচের কোন দুই রূপে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন শোষণ করে—
(a) সালফেট এবং সালফাইট
(b) কার্বনেট এবং কার্বাইড
(c) নাইট্রেট এবং নাইট্রাইট
(d) অ্যামিন এসিড এবং প্রোটিন
Ans :- (c) নাইট্রেট এবং নাইট্রাইট।
Q.7. আমাদের মুখ গহ্বরে থাকা গ্রন্থিটি নিঃসরণ করে যে উৎসেচক—
(a) লাইপেজ
(b) পেপসিন
(c) ট্রিপসিন
(d) সালাইভারি এমাইলেজ
Ans :- (d) সালাইভারি এমাইলেজ।
Q.8. পাকস্থলী গ্রন্থিটি নিঃসরণ করে যে উৎসেচক—
(a) পেপসিন
(b) ট্রিপসিন
(c) সালাইভারি এমাইলেজ
(d) লাইপেজ
Ans :-
(a) পেপসিন।
Q.9. নিচের কোন পাচক গ্রন্থি পিত্তরস ক্ষরণ করে—
(a) অগ্নাশয়
(b) যকৃত
(c) লাল গ্রন্থি
(d) অন্ত্রিক গ্রন্থি
Ans :-
(b) যকৃত।
10. প্রোটিনের সম্পূর্ণ পাচনের পর উৎপন্ন পদার্থটি হলো–
(a) অ্যামিন এসিড
(b) গ্লুকোজ
(c) ফ্যাটি এসিড
(d) গ্লিসারল
Ans :- (a) অ্যামিন এসিড।
11. ক্ষুদ্রান্ত্রে চর্বির সম্পূর্ণ পাচনের পর উৎপন্ন হয়—
(a) গ্লুকোজ
(b) অ্যামিন এসিড
(c) সুক্রোজ
(d) ফ্যাটি এসিড এবং গ্লিসারল
Ans :- (d) ফ্যাটি এসিড এবং গ্লিসারল।
Q.12. . আমাদের শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি সম্পূর্ণ পাচনের স্থান হলো —
(a) পাকস্থলী
(b) মুখগহ্বর
(c) ক্ষুদ্রান্ত্র
(d) বৃহদান্ত্র
Ans :- (c) ক্ষুদ্রান্ত্র।
Q.13. . সব জীবের কোষের কোন অংশে গ্লুকোজ বিশ্লেষণ হয়ে পাইরুভেট উৎপন্ন হয়–
(a) মাইটোকন্ড্রিয়া
(b) কোষ আবরন
(c) সাইটোপ্লাজম
(d) প্লাস্টিড
Ans :- (c) সাইটোপ্লাজম
Q.14. অ্যারোবিক শ্বসনকারী জীবের কোষের কোন অংশে পাইরুভেট বিশ্লেষণ থেকে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন হয় —
(a) সাইটোপ্লাজম
(b) মাইটোকন্ড্রিয়া
(c) কোষ আবরন
(d) গলজি বডি
Ans :-
(b) মাইটোকন্ড্রিয়া।