SEBA ALL DISTRICT PRE-BOARD MCQ HSLC 2024

Get free pdf Notes
অর্থনৈতিক উন্নয়ন MCQ
Sst Assertion / Reason

NOTES

page no - 15


1. 1. অর্থনৈতিক বিকাশ কী ?



Ans:অর্থনৈতিক বিকাশ হচ্ছে একটি দেশের জাতীয় আয় এবং প্রত্যেক ব্যক্তির মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়া ।


2. জাতীয় আয় কী ?

Ans: একটি বিও বৎসরে ( অর্থাৎ ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত ) একটি দেশে উৎপাদিত সর্বমোট সামগ্রীর মুদ্রাগত মূল্যই হচ্ছে জাতিয় আয় ।


3. প্রত্যেক ব্যক্তির দৈনিক আয় কিভাবে নির্ণয় করা যায় ?


Ans :- একটি দেশের জাতীয় আয়কে দেশের সর্বমোট জনসংখ্যা দিয়ে ভাগকরে প্রত্যেক ব্যক্তির দৈনিক আয় নির্ণয় করা হয়।


4. মানব উন্নয়ন বলতে কী বোঝায় ?


Ans: মানব উন্নয়ন বলতে জনসাধারণের স্বাস্থ্য, শিক্ষা, জীব ধারণের মানদন্ড, অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিবেশ ইত্যাদির উন্নয়নকে বোঝায় ।



5. কত সনে মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হয় ?

Ans : 1990 সনে ।


6. UNOP এর সম্পূর্ণ নাম কী ?



Ans: : UNOP এর সম্পূর্ণ নাম হল : United Nations Development Program.



7) মানব উন্নয়নের তিনটি সূচক কী কী ?



Ans : মানব উন্নয়নের তিনটি সূচক হলো ঃ

(i) প্রত্যাশিত আয়ু ।

(ii) শিক্ষা এবং

(iii) জীবন যাত্রার মানদন্ড ।



8) অর্থনৈতিক বিকাশ এবং মানব উন্নয়নের মধ্যে কী পার্থক্য আছে ?



Ans: Page no - 40


9). 9. 9. মানব উন্নয়নের তিনটি ধারণা উল্লেখ করে বর্ণনা করো ?



Ans. Page no - 40


10) অর্থনৈতিক পরিকল্পনা কী ?



Ans. নির্ধারিত সময়সীমার মধ্যে কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্যে উপনিত হওয়া উদ্দেশ্য এক কেন্দ্রীয় কর্তৃপক্ষের দ্বারা দেশের অর্থনীতির স্বেচ্ছাকত নিয়ন্ত্রণ এবং দিগদর্শনই হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা ।


11) পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্যগুলো কী কী ?





Ans.প্রতি পাঁচ বছর অন্তর আয়োজিত বা প্রস্তুত পরিকল্পনাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে ।


12)পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্যগুলো কী কী ?



Ans. পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্যগুলো হলো উন্নয়নের হার গতিশীল করা অর্থ সামাজিক বৈষম্য দূর করা, সুস্থায়ী উন্নয়ন সুনিশ্চিত করা, দরিদ্রতা নির্মূল করা । নিযুক্তির সুবিধা বৃদ্ধি করা, আঞ্চলিক বৈষম্য দূর করা পরিবেশ প্রদূষণ নিয়ন্ত্রণ করা আত্মনির্ভরশীলতা অর্জন করা ইত্যাদ ।


13) 13. কত সালে নিটি ( Niti) আয়োগ গঠন করাহয়েছে ?



Ans:- 2014 সালে

14) NITI আয়োগের সম্পূর্ণ নাম লিখ ?


Ans :- NITI আয়োগের সম্পূর্ণ নাম হলো -
National Institution for Transforming India Ayog




15) কত সালে পরিকল্পনা আয়োগের বদলে NITI আয়োগ গঠন করা হয় ?

Ans:- 2015 সালের 1 জানুয়ারী।


16)কখন এবং কোথায় NITI আয়োগের প্রথম বৈঠক সংগঠিত হয় ?



Ans :- 2015 সালের 8 ফেব্রুয়ারী দিল্লীতে ।


17) 17. NITI আয়োগের সভাপতি কে ?



Ans :-ভারতের প্রধানমন্ত্রী ।
18) NITI আয়োগের সদস্যগন কারা ?



Ans :- NITI আয়োগের সদস্যগন হল - উপসভাপতি , প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় শাষিত অঞ্চলের প্রত্যেক উপ রাজ্যপাল , চারজন কেন্দ্রীয় মন্ত্রী মুখ্য কার্যপালিকা পদাধিকারী এবং বিভিন্ন বিশেষজ্ঞগন ।


19.গণতান্ত্রিক পরিকল্পনা কী ?




Ans:- যে পরিকল্পনার প্রস্তুতিতে বিভিন্ন পর্যায়ের মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করা হয় , তাকে গণতান্ত্রিক পরিকল্পনা বলে ।




20. ভারতীয় প্রশাসন ব্যবস্থার স্তর কয়টি ও কী কী ?


Ans:- ভারতীয় প্রশাসন ব্যবস্থার স্তর তিনটি সেগুলো হল -

(i) কেন্দ্রীয় সরকার

(ii) রাজ্যসরকার এবং

(iii) স্থানীয় বিভিন্ন নিগম ( যেমন পঞ্চায়েত এবং নগর পালিকা )



21. মিশ্র আর্থিক ব্যবস্থা কী ?


| Ans:- যে আর্থিক ব্যবস্থায় সরকারি খন্ড এবং ব্যক্তি খন্ডের সহাবস্থান দেখা যায় , সেই আর্থিক অবস্থাই হচ্ছে মিশ্র আর্থিক ব্যবস্থা ।



22. 1951 - 1991 সালের সময়সীমায় ভারতীয় অর্থনীতির মূল লক্ষ্যগুলো কী ছিল ?


Ans:- 1951 - 1991 সালের সময়সীমায় ভারতীয় অর্থনীতির মূল লক্ষ্যগুলো ছিল -

(i) অর্থনৈতিক উন্নয়নের হার দ্রুত বৃদ্ধি করা ।

(ii) আধুনিক প্রযুক্তি বিদ্যার প্রয়োগের উপর গুরুত্ব প্রদান করা ।

(iii) আত্মনির্ভরশীলতা অর্জন করা এবং

(iv) সামাজিক ন্যায় প্রতিষ্টা করা ।



23. 1951 - 1991 সালের সময়সীমায় ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার অন্যতম লক্ষ্য কী ছিল ?


Ans:- ভারতবর্ষের শিল্পনীতি সমাজবাদী সমাজ প্রতিষ্ঠা করা।

24.1951 - 1991 সালের সময়সীমায় ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার ফলস্বরূপ কী হয়েছিল ?


Ans:- Page no 43 .

25.সবুজ বিপ্লব ( green revolution ) কী ?

Ans:- আধুনিক প্রযুক্তিবিদ্যা প্রয়োগ করে কৃষিখন্ডের উৎপাদন বৃদ্ধি করা হলো সবুজ বিপ্লব ।


26. ভারতবর্ষে কখন সবুজ বিপ্লবের সূচনা হয় ?


Ans:- ভারতবর্ষে ষষ্ঠ দশকের মধ্যভাগে সবুজ বিপ্লবের সূচনা হয় ।


27.ভারতবর্ষের পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের দ্বিতীয় পর্যায় কোন সময়সীমা থেকে আরম্ভ হয়েছিল ?

Ans:- 1991-92 সাল থেকে ।
28. 1991-92 সালে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ পরিবর্তন গুলো কী কী ?

Ans:- (i) উদারীকরণ ।

(ii) বেসরকারীকণ এবং

(iii) গোলকী করণ ।



29. ভারতের অর্থনৈতিক সংস্কার পরিবর্তনের মূল কারণ গুলো কী কী ?

Ans:- Page no 43 . 30) ভারতবর্ষের অর্থনৈতিক সংস্কারের ফলে উদ্ভূত সমস্যাগুলো লিখ ?

Ans:- Page no 44 .



31.উদারীকরণ কী ?

Ans :- দেশের আর্থিক ব্যবস্থার ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ শিথিল করাকেই উদারীকরণ বলা হয় ।




32) বিত্ত খন্ড কী ?

Ans :- বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক অংশগত্রের বাজার এবং বিদেশী বিনিময় যোগ্য সমষ্টিকেই বিত্ত খন্ড বলে ।
33) সরকারী খন্ডের অন্তর্গত ব্যবস্থাগুলির নাম লিখ ?


| Ans :- প্রতিরক্ষা আনবিক শক্তি উৎপাদন এবং রেল পরিবহন ব্যবস্থা ।

34) বেসরকারী কখন কী ? এই নীতি কখন প্রবর্তন করা হয় ?


Ans : সরকারী নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার অধীন প্রতিষ্ঠান গুলোকে বেসরকারী খন্ডে অবাধ প্রবেশ করিয়ে দেশের নীতিই হচ্ছে কেনরকারী করন । 1991 সালে প্রবর্তন করা হয় ।



35) নির্বি নিয়োজন নীতি কী ? এই নীতি কখন কার্যকরী করা হয় ‌?


Ans :- বেসরকারী করনের একটি ছোট সংস্করণ হচ্ছে নির্বিনিয়োজন নীতি । সরকারী খন্ডের প্রতিষ্ঠানের অংশ গত্র যখন কোনো ব্যক্তিকে ক্রয় করার অনুমতি দেওয়া হয় তখন নির্বিনিয়োজন নীতি কার্যকারী হয় ।

36 .বিশ্বায়ন কী ?


Ans :- একটি দেশের অর্থনীতির সাথে বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতির সংযোগ স্থাপন বা সংহতি সাধন করাটাই হচ্ছে বিশ্বায়ন ।


37) অর্থনৈতিক বহি-বাণিজ্য হীনতা নীতি কী ?


Ans :- একটি দেশের রাষ্ট্র পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে সংযোগ স্থাপনের প্রতি আগ্রহী নয় । এই রাষ্ট অন্তমূখী নীতি অবলম্বন করেছে বলতে হয় । এই নীতিকে অর্থনৈতিক-বহিবাণিজ্য হীনতা নীতি বলে ।

38. অসমের চলিত পঞ্চবার্ষিকী পরিকল্পনার পাঁচটি প্রধান লক্ষ্য উল্লেখ করো ?


Ans :- Page no -46

39)HDI এর সম্পূর্ণ নাম কী ?


Ans :-HDI এর সম্পূর্ণ নাম হলো - Human Development Index

40) "অর্থনৈতিক বিকাশ হলেও অর্থনৈতিক উন্নয়ন নাও হতে পারে" ব্যাখ্যা করো ?


Ans:-অর্থনৈতিক বিকাশ হলেও অর্থনৈতিক উন্নয়ন নাও হতে পারে । কারণ -

ক) অর্থনৈতিক বিকাশ হলো জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি করা , অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন বলতে জনসাধারণের দৈনন্দিন জীবনের প্রয়োজন সমূহ, যেমন - খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদিকে বোঝায়, যেহেতু বেশিরভাগ দেশেই দেখা যায় অর্থনৈতিক দিক থেকে দেশের খুব কম সংখ্যক লোকই স্বাবলম্বী থাকে তাই বলা যেতে পারে অর্থনৈতিক বিকাশ হলেও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত নয় ।

খ) উৎপাদন বৃদ্ধি যদি সম্পদ ধ্বংস করে পরিবেশ দূষিত করে তবে অর্থনৈতিক বিকাশ হলেও অর্থনৈতিক উন্নয়ন হবে না ।

গ) জাতীয় উৎপাদন বৃদ্ধি যদি বিলাসী সামগ্রী, নেশা যুক্ত দ্রব্য ইত্যাদির পরিমান বৃদ্ধি করে, তাহলে অর্থনৈতিক বিকাশ হলেও অর্থনৈতিক উন্নয়ন হবে না।

41. ভারতবর্ষে কবে থেকে অর্থনৈতিক পরিকল্পনা শুরু হয় ? বর্তমানে অর্থনৈতিক পরিকল্পনাকে তদারক করে ?


Ans:- ভারতবর্ষে 1951 সাল থেকে অর্থনৈতিক পরিকল্পনা শুরু হয়েছিল । NITI আয়োগ তদারক করে ।

42. উদারীকরণ এবং ব্যক্তিগত করনে কিভাবে গোলকী করন বা বিশ্বায়নের সৃষ্টি করেছে ?


| Ans:- Page no 232 দেশের আর্থিক ব্যবস্থার উপর ব্যাংকের নিয়ন্ত্রণ শিথিলকরনই হচ্ছে উদারীকরন ।অন্যদিকে সরকারি নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার অধীনে প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খন্ডে অবাধ প্রবেশ করিয়ে দেবার নীতিই হচ্ছে ব্যক্তিগতকরন বা বেসরকারীকরন ।গোলকীকরনকে উদারীকরন ও বেসরকারী করনের পরিনতি ও বলা যায় । কারণ উদারীকরন এবং ব্যক্তিগতকরনের ফলেই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে আর্থিক তথা বাণিজ্যিক লেনদেন গড়ে উঠে । গোলকীকরনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে দূরত্ব হ্রাস পায় এবং একটি সীমান্তহীন বিশ্বের দিকে রাষ্ট্রগুলির যাত্রা শুরু হয় । প্রযুক্তি বিদ্যার অতিমাত্রায় ব্যবহারের ফলে গোলকীকরনের প্রক্রিয়া বেশি ক্ষিপ্ত হয়ে পড়েছে ।



43. ভারতের অর্থনৈতিক পরিকল্পনার দুটি লক্ষ্য উল্লেখ করো ?


Ans:- আধুনিক প্রযুক্তিবিদ্যা প্রয়োগের ওপর গুরুত্ব প্রদান করা ।

44.ভারতের অর্থনৈতিক সংস্কার প্রবর্তন এর ফলে হওয়া অসুবিধাগুলি উল্লেখ কর ?


Ans:- Q no 30 .

45.অর্থনৈতিক সংস্কারের তিনটি সুফল উল্লেখ কর ?


Ans:- Page no-44