SEBA ALL DISTRICT PRE-BOARD MCQ HSLC 2024

Get free pdf Notes
G/Sc Mcq

অনুশীলনীর প্রশ্নোত্তর

1) নিম্নোক্ত বিক্রিয়ার জন্য কোন বিবৃতিটি (Statement) অশুদ্ধ ?



(iii) 2PbO (s) + C (s) → 2Pb (s) + CO₂ (g)
(a) লেড বিজারিত হয়।
(b) কার্বন-ডাই-অক্সাইড বিজারিত হয়।
(c) কার্বন জারিত হয়।
(d) লেড অক্সাইড বিজারিত হয়।
(i) (a) এবং (b)
(ii) (a) এবং (c)
(iii) (a), (b) এবং (c)
(iv) সবগুলি।


উত্তরঃ (i) (a) এবং (b)।

২। Fe₂O₃ + 2Al – Al₂O₃ + 2Fe উপরােক্ত বিক্রিয়াটি নীচে দেওয়া কোন প্রকার বিক্রিয়ার উদাহরণ?


(a) সংযােগ বিক্রিয়া।
(b) বিনিময় বিক্রিয়া।
(c) বিয়ােজন বিক্রিয়া।
(d) প্রতিস্থাপন বিক্রিয়া।
উত্তরঃ (d) প্রতিস্থাপন বিক্রিয়া।
3) লঘু হাইড্রোক্লোরিক এসিডের সঙ্গে লৌহচূর্ণের বিক্রিয়া ঘটলে কি হয় ? শুদ্ধ উত্তরটি চিহ্নিত কর ?


(a) হাইড্রোজেন গ্যাস এবং আয়রন ক্লোরাইড উৎপন্ন হয়।
(b) ক্লোরিন গ্যাস এবং আয়রন হাইড্রক্সাইট উৎপন্ন হয়।
(c) কোন বিক্রিয়া ঘটে না।
(d) আয়রনের লবণ এবং জল উৎপন্ন হয়।


উত্তরঃ (a) হাইড্রোজেন গ্যাস এবং আয়রন ক্লোরাইড উৎপন্ন হবে।

4। সন্তুলিত রাসায়নিক সমীকরণ বলতে কি বােঝায় ? রাসায়নিক সমীকরণ কেন সন্তুলিত হওয়া আবশ্যক ?


উত্তরঃ : যে বিক্রিয়ায় পূর্বে এবং পরে বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর একই থাকে তাকে সন্তুলিত রাসায়নিক সমীকরণ বলে ।

রাসায়নিক সমীকরণ সন্তলিত হওয়া অবশ্যক । এটার কারণ হল - যাতে সমীকরণের উভয় দিকে থাকা পরমাণু সংখ্যা সমান হয়।
সমীকরণ একদিকে যেমন ভোরের সমতা রক্ষা করে তেমনি আধানেরও সমতা বজায় রাখে
যেহেতু বস্তুর ভরের সৃষ্টি হয় না আধার ধ্বংস ও হয় না তাই বিক্রিয়ার পূর্বে এবং পরে
পরমাণুর ভর সমান রাখার জন্য রাসায়নিক সমীকরণকে সংকলিত করার প্রয়োজন।


5) নিম্নোক্ত বিবৃতিগুলােকে রাসায়নিক সমীকরণে প্রকাশ কর এবং সমীকরণগুলাে সন্তুলন কর।


(a) হাইড্রোজেন গ্যাসনাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এমােনিয়া উৎপন্ন করে।

(b) হাইড্রোজেন সালফাইড গ্যাসবায়ুতে দহনের ফলে জল এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়।

(c) বেরিয়াম ক্লোরাইড এলুমিনিয়াম সালফেটের সঙ্গে বিক্রিয়া করে এলুমিনিয়াম ক্লোরাইড ও বেরিয়াম সালফেটের অধঃক্ষেপ উৎপন্ন করে।

(d) পটাশিয়াম ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।



উত্তরঃ (a) 3 H₂ (g) + N₂ (g) – 2 NH₃ (g)


(b) 2 H₂S (g) + 3O₂ (g) – 2 SO₂ (g) + 2H₂O (l)

(c) 3 BaCl₂ (aq) + Al₂(SO₄)₃ (aq) – 2 AlCl₃ (aq) + 3 BaSO₄ (s)

(d) 2 K(s) + 2H₂O (l) – 2 KOH (aq) + H₂ (g)



6। নিম্নোক্ত রাসায়নিক সমীকরণগুলাে সন্তুলনা কর-


(a) HNO₃ + Ca(OH)₂ – Ca (NO₃)₂ + H₂O
(b) NaOH + H₂ SO₄ – Na₂ SO₄ + H₂O
(c) NaCl + AgNO₃ – AgCl + NaNO₃
(d) BaCl₂ + H₂ SO₄ – BaSO₄ + HCl


উত্তরঃ (a) 2 HNO₃ + Ca(OH)₂ – Ca(NO₃)₂ + 2H₂O
(b) 2 NaOH + H₂SO₄ – Na₃SO₄ + 2H₂O
(c) NaCl + AgNO₃ – AgCl + NaNO₃
(d) BaCl₂ + H₂SO₄ – BasO₄ + 2 HCl


7। নিম্নোক্ত বিক্রিয়াগুলাের সন্তুলিত সমীকরণ লেখ।


(a) ক্যালসিয়াম হাইড্রক্সাইড + কার্বন ডাই অক্সাইড – ক্যালসিয়াম কার্বনেট + জল।
(b) জিংক + সিলভার নাইট্রেট – জিংক নাইট্রেট + সিলভার।
(c) এলুমিনিয়াম + কপার ক্লোরাইড – এলুমিনিয়াম ক্লোরাইড + কপার।
(d) বেরিয়াম ক্লোরাইড + পটাশিয়াম সালফেট – বেরিয়াম সালফেট + পটাশিয়াম ক্লোরাইড।


উত্তরঃ (a) Ca (OH)₂ + CO₂ – CaCO₃ + H₂O

(b) Zn + 2Ag NO₃ – Zn (NO₃)₂ + 2Ag
(c) 2Al + 3CuCl₂ – 2AlCl₃ + 3Cu
(d) BaCl₂ + K₂SO₄ – BaSO₄ + 2KCl


8) নিম্নেক্তগুলাের সন্তুলিত সমীকরণ লেখ এবং প্রত্যেকটি কি প্রকারে বিক্রিয়া সনাক্ত কর।


(a) পটাশিয়াম, ব্রোমাইড (aq) + বেরিয়াম আয়ােডাইড (aq) – পটাশিয়াম আয়ােডাইড (aq) + বেরিয়াম ব্রোমাইড (s)
(b) জিংক কার্বনেট (s) – জিংক অক্সাইড (s) + কার্বনডাই অক্সাইড (g)
(c) হাইড্রোজেন (g) +ক্লোরিন (g) – হাইড্রোজেন ক্লোরাইড (g)
(d) ম্যাগনেসিয়াম (s)+হাইড্রোক্লোরিক এসিড (aq) – ম্যাগনেসিয়াম ক্লোরাইড (aq) + হাইড্রোজেন (g)

Ans :- (a) 2 KBr (aq) + Bal₂ (aq) + 2KI (aq) + Ba Br₂ (s) ধরন – বিপরিবর্ত বিক্রিয়া।
(b) ZnCo₃ (s) → ZnO (s) + CO₂ (g) ধরন – বিয়ােজন বিশ্লেষণ বিক্রিয়া।
(c) H₂ (g) + Cl₂ (g) – 2 HCl (g) ধরন – সংযােগ প্রক্রিয়া।
(d) Mg (S) + 2HCl (aq) → MgCl₂ (aq) + H₂ (g) ধরন – ভ্রংশ বিক্রিয়া।


৯। তাপবর্জী ও তাপগ্রাহী বিক্রিয়া বলতে কি বােঝায় ? উদাহরণ দাও।

উত্তরঃ যে বিক্রিয়ায় তাপের উদ্ভব হয় তাকে তাপবর্জী বর্জি বিক্রিয়া বলে ।
উদাহরণ স্বরূপ ঃ CH 4 + O 2 → CO 2 + H 2 O + Heat
যে রাসায়নিক বিক্রিয়াগুলো তাপ শোষণ করে সেগুলিকে তাপগ্রাহী বিক্রিয়া বলে |
উদাহরণ স্বরূপ ঃ C + O₂ = CO₂