Get free pdf Notes
G/Sc Mcq
NOTES
1. বংশগতি কি ?
Ans: পিতা-মাতার থেকে তাদের সন্তানদের চরিত্র বা বৈশিষ্ট্য, সাদৃশ্য এবং ভিন্নতা স্থানান্তরকে বলা হয় বংশগতি (heredity)।
2. বিবর্তন বলতে কি বোঝ ?
Ans: বিবর্তন হলো সময়ের সঙ্গে সঙ্গে একটি প্রজাতির বৈশিষ্ট্যগুলির ধীরগতির পরিবর্তনের প্রক্রিয়া।
3. প্রকারন বলতে কি বোঝ ?
Ans :- প্রকারন বলতে একই প্রজাতির ব্যক্তিদের মধ্যে এবং একই পিতামাতার সন্তানদের মধ্যে পার্থক্যকে বোঝায়।
4. প্রোটিনের জিন কি ?
Ans: DNA এর একটি অংশ একটি প্রোটিনের জন্য তথ্য প্রদান করে এবং তাকে সেই প্রোটিনের জিন বলে ।
5. ক্রোমোজোম বলতে কি বোঝ ?
Ans :
একটি ক্রোমোজোম হলো কোষের নিউক্লিয়াসে উপস্থিত সুতো-সদৃশ গঠন, যা ডিএনএ এবং প্রোটিন ধারণ করে।
6. মানুষের দেহে কত জোড়া ক্রোমোজম আছে ?
Ans: : 23 জোড়া
7. কোন প্রাণী লিঙ্গ পরিবর্তন করতে পারে ?
Ans : শামুক ।
(8) মানুষের শরীরে কত জোড়া সেক্স
ক্রোমোজম আছে ?
Ans: 1 জোড়া ।
9. বংশগতি বিদ্যার সূত্র কে আবিষ্কার করেন ?
Ans :- গ্ৰেগর জোহান মেন্ডেল ।
Ans. (b) ট্রিপসিন।
10. মেন্ডেলে পরীক্ষা করা মটর গাছের বিপরীত ধর্মী লক্ষণ গুলি কি কি ?
Ans. গোলাকার ও কুঞ্চিত বীজ , দীর্ঘ / খর্বকায় গাছ , সাদা / বেগুনি ফুল ইত্যাদি ।
11. একটি কোষে প্রোটিন সৃষ্টি করার জন্য কে তথ্য প্রদান করে ?
Ans. কোষীয় DNA 🧬.
12) সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও ।
Ans. টিকটিকির পা ও মানুষের হাত ।
13. সমাবৃত্তি অঙ্গের উদাহরণ দাও ।
Ans: বাদুরের ডানা ও পাখির ডানা ।
14) সমসংস্থ অঙ্গ কাকে বলে ?
Ans. উৎপত্তির দিক থেকে এক কিন্তু কাজের দিক থেকে আলাদা জীবগুলোকে সমসংস্থ জীব বলে ।
15. সমবৃত্তি জীব কে ?
Ans. উৎপত্তির দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে এক জীবগুলোকে সমবৃত্তি জীব বলে।
16. মানবজাতির বৈজ্ঞানিক নাম কি ?
Ans: হোমোসেপিয়েন্স ।
17. মানুষের উৎপত্তি প্রথম কোথায় হয়েছিল ?
Ans :- Ans:- আফ্রিকাতে
-->