1. যেসব অঙ্গের উৎপত্তি আলাদা কিন্তু দেখতে একই এবং একই ধরনের কার্য সম্পাদন করে সেগুলি হল ---

2. মানুষের উৎপত্তি হয়েছিল ---

3. জীবের ক্রমবিকাশের প্রক্রিয়ায় যে প্রক্রিয়ার দ্বারা কোন একটি প্রজাতির জীব সমূহে চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ বিভিন্ন কারকের প্রভাবের ফলে পরিবর্তন ঘটে নতুন চারিদিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভব হয় সেই প্রক্রিয়াকে বলা হয় -

4. নিচের কোন ক্রোমোজোম মানুষের সন্তানের ক্ষেত্রে পুরুষ লিঙ্গ নির্ধারণ করতে পারবে? -

5. নিচের কোন প্রক্রিয়ায় জিনীয় পদার্থের বিনিময় ঘটে?

6. একটি যোজন কোষে থাকা x- ক্রোমোজোমে পিতৃ থেকে বংশগতি সূত্রে স্থানান্তরিত হয়েছে। তবে যোজন কোষের থেকে কোন প্রকারের সন্তানের জন্ম হবে ---