2)
উত্তর: পঞ্চ তত্ত্ব এর পাঁচটি মৌলিক উপাদান গুলি হল:→
মাটি, অগ্নি আকাশ ও জল।
3) ভরের SI একক কি ?
উত্তর: ভ SI একক হল Kg (কিলোগ্রাম)।
4) আয়তনের SI একক কি ?
উত্তর:আয়তনের SI হল ম (কিউবিক মিটার)।
5) পদার্থের কোনাগুলোর বৈশিষ্ট্য গুলি কি কি ?
উত্তর: পদার্থের কোন গুলোর বৈশিষ্ট্যগুলো হল:
(I) পদার্থের কোণাগুলোর মধ্যে স্থান আছে।
(II) পদার্থের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে।
(III) পদার্থের কোনগুলো অবিরাম গতিশীল।
6) বাষ্পীভবন কি ?
উত্তর: স্ফুটনাংক থেকে কম যে কোন উষ্ণতায় তরলের বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পীভবন বলে।
(CH
3 CooH)
3
7) চাপের SI একক কি ?7)
উত্তর: চাপের SI একক হল পাস্কেল (pa)।
)
8) ঊর্ধ্বপাতন কি ?
উত্তর: কোন কঠিন পদার্থের তরলে পরিবর্তিত না হয়ে কঠিন থেকে সোজাসুজি গ্যাসে ও গ্যাস থেকে কঠিনে পরিবর্তনকে ঊর্ধ্বপাতন বলে।
9) উতলাঙ্ক বা স্ফুটনাংক কি ?
উত্তর: যে উষ্ণত ায় কোন এক তরল পদার্থ বায়ুমন্ডলীয় চাপে ফুটতে থাকে তাকে তরল পদার্থটির উতলাঙ্ক বা সুটনাঙ্ক বলে।
) (CH
33 CooH)
)
10) গলনের লিীনতাপ কি ?