SEBA ALL DISTRICT Previous year MCQ

Get free pdf Notes
G/Sc Mcq

NOTES

1) পঞ্চতত্ত্ব কি ?

উত্তর: পুরানো কালের ভারতীয় দার্শনিকগণ পদার্থকে পাঁচটি মৌলিক উপাদানে ভাগ করেছিলেন যাকে বলা হয় পঞ্চতত্ত্ব।

2) উত্তর: পঞ্চ তত্ত্ব এর পাঁচটি মৌলিক উপাদান গুলি হল:→ মাটি, অগ্নি আকাশ ও জল।

3) ভরের SI একক কি ?


উত্তর: ভ SI একক হল Kg (কিলোগ্রাম)।

4) আয়তনের SI একক কি ?


উত্তর:আয়তনের SI হল ম (কিউবিক মিটার)।

5) পদার্থের কোনাগুলোর বৈশিষ্ট্য গুলি কি কি ?


উত্তর: পদার্থের কোন গুলোর বৈশিষ্ট্যগুলো হল: (I) পদার্থের কোণাগুলোর মধ্যে স্থান আছে। (II) পদার্থের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে। (III) পদার্থের কোনগুলো অবিরাম গতিশীল।

6) বাষ্পীভবন কি ?


উত্তর: স্ফুটনাংক থেকে কম যে কোন উষ্ণতায় তরলের বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পীভবন বলে। (CH3 CooH)3

7) চাপের SI একক কি ?7)


উত্তর: চাপের SI একক হল পাস্কেল (pa)।

) 8) ঊর্ধ্বপাতন কি ?

উত্তর: কোন কঠিন পদার্থের তরলে পরিবর্তিত না হয়ে কঠিন থেকে সোজাসুজি গ্যাসে ও গ্যাস থেকে কঠিনে পরিবর্তনকে ঊর্ধ্বপাতন বলে।

9) উতলাঙ্ক বা স্ফুটনাংক কি ?

উত্তর: যে উষ্ণত ায় কোন এক তরল পদার্থ বায়ুমন্ডলীয় চাপে ফুটতে থাকে তাকে তরল পদার্থটির উতলাঙ্ক বা সুটনাঙ্ক বলে। ) (CH33 CooH) )

10) গলনের লিীনতাপ কি ?

উত্তর: বায়ুমণ্ডলীয় চাপে কজি পদার্থকে এর গলনাঙ্ক তরলে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে পদার্থবি র গলনের লীন তাপ বলে। (CH33 CooH)

11) উষ্ণতার SI একক কি ?

উত্তর: উষ্ণতার SI একক হল কেলভিন (K)। (CH33 CooH)

12) বরফের গলনাঙ্ক কত ?

উত্তর: বরফের গলনাঙ্ক হচ্ছে 273.16k। (CH33 CooH)

13) ঘনত্ব কি ?

উত্তর: কোন একটি পদার্থের প্রতি একক আয়তনের ভরই হচ্ছে পদার্থের ঘনত্ব। (CH33 CooH)

14) বাড়িতে রান্নার জন্য কি গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর: বাড়িতে রান্না করার জন্য তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG) ব্যবহৃত হয়। (CH33 CooH)

15) কঠিন কার্বন ডাই অক্সাইড (Co2) কে কেন শুষ্ক বরফ বলা হয় ?
উত্তর: চাপ কমিয়ে 1 এটমসফেয়ার করলে কঠিন (CO2)তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থা রূপান্তরিত হয় তাই কঠিন কার্বন-ডাই-অক্সাইড (CO2) বলে।