SEBA ALL DISTRICT Previous year MCQ

Get free pdf Notes
Sst Mcq
Sst Assertion /Reason

NOTES

১) স্বাস্থ্য বলতে কি বোঝো ?

Ans: শারীরিক দিকে এবং মানসিকভাবে সুস্থ থাকা অবস্থাকে স্বাস্থ্য বলে ।

২) ক্ষণস্থায়ী রোগ কাকে বলে ?

Ans :- ‌ কিছু কিছু লোক অল্প কয়েকদিন ধরে থাকে । তাকে ক্ষণস্থায়ী রোগ বলে । কয়েকটি উদাহরণ হল - ‍ জ্বর , সর্দি-কাশি ইত্যাদি ।
3. চিরস্থায়ী রোগ কাকে বলে ? কয়েকটি উদাহরণ দাও ।


Ans: কিছু কিছু রোগ অনেকদিন ধরে থাকে, এমন কি চিরকাল ও থাকতে পারে । একে চিরস্থায়ী রোগ বলে । কয়েকটি উদাহরণ হল - ‍ গোদ রোগ, ডায়াবেটিস , ফুসফুস সংক্রমিত রোগ ইত্যাদি ।

4. ‍ সংক্রামক রোগ কি ? কয়েকটি উদাহরণ দাও ।


Ans : যেসব রোগের তাৎক্ষণিক কারণ হচ্ছে জীবাণু বা অনুজীব তাদের সংক্রামক রোগ বলে । কয়েকটি উদাহরণ হল - সর্দি কাশি , আই ফ্লু, হাম রোগ , কভিড -১৯ ইত্যাদি ।
5. অসংক্রামক রোগ কি ? একটি উদাহরণ দাও ?


Ans: Ans :- যে সকল রোগ কেবল রোগীর শরীরে সীমাবদ্ধ থাকে এবং শুধুমাত্র স্পর্শ দ্বারা এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির দেহে রোগ ছড়িয়ে পড়ে না ,
তাকে অসংক্রামক রোগ বলে । কয়েকটি উদাহরণ হল - জন্ডিস , কর্কট রোগ, টাইফয়েড , কলেরা ইত্যাদি ।

6) ভাইরাস দ্বারা সংঘটিত কিছু রোগের নাম লিখ ।


Ans: সাধারণ সর্দি-জ্বর, ইনফ্লুয়েঞ্জা , ডেঙ্গু জ্বর এবং এইডস ইত্যাদি ।

--> -->