প্রশ্ন ১। একদলীয় শাসন ব্যবস্থা রয়েছে এমন একটি দেশের নাম লিখ।
Ans : চীন।
প্রশ্ন ২। আমেরিকা যুক্তরাষ্ট্রে কী ধরনের দলীয় ব্যবস্থা প্রচলিত আছে ?
Ans:- উত্তরঃ দ্বিদলীয় শাসন ব্যবস্থা।
প্রশ্ন ৩। রাজনৈতিক দলের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ রাজনৈতিক দলের দুটি বৈশিষ্ট্য হল–
(ক) সংগঠন।
(খ) নীতি-আদর্শ ও পরিকল্পনা।
(গ) জাতীয় স্বার্থের প্রতি সম্মান।
প্রশ্ন ৪। রাজনৈতিক দলের একটি প্রধান কার্যের উল্লেখ কর।
উত্তরঃ রাজনৈতিক দলের একটি প্রধান কার্য হল—-
(১) জনগণকে রাজনৈতিক শিক্ষা প্রদানে শিক্ষিত করা।
(২) জনগণের মনে রাজনৈতিক সজাগতা বৃদ্ধি করা।
প্রশ্ন ৫। অসমের একটি আঞ্চলিক দলের নাম লেখ।
উত্তরঃ অসম গণপরিষদ।
প্রশ্ন ৬। ঝাড়খণ্ডের মুখ্য আঞ্চলিক দলটির নাম কি ?
উত্তরঃ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।
প্রশ্ন ৭। ইউ.পি.এ (UPA) এর সম্পূর্ণ নাম লেখ।
উত্তরঃ সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা।
প্রশ্ন ৮। ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল কোনটি ?
উত্তরঃ ভারতীয় জাতীয় কংগ্রেস।
)
প্রশ্ন ৯। কার নেতৃত্বে ‘দি ইণ্ডিয়ান এসোসিয়েশন’গঠন হয়েছিল ?
উত্তরঃ এস.এন.ব্যানার্জী।
প্রশ্ন ১০। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ উমেশচন্দ্র ব্যানার্জী।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। ভারতবর্ষের দলীয় ব্যবস্থাটির প্রধান বৈশিষ্ট্য কী ?
উত্তরঃ ভারতবর্ষের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পরিলক্ষিত হয়। অর্থাৎ এখানে সরকার গঠনের জন্য বহু রাজনৈতিক দল একত্রিত হয় এবং গণতান্ত্রিক আদর্শে সরকার গঠন করে। এই ব্যবস্থায় গণতন্ত্রে প্রায়ই অর্থনৈতিক সুস্থিরতার ক্ষেত্রে বৈষম্য দেখা যায়।
প্রশ্ন ২। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে কী ধরনের দলীয় ব্যবস্থা সবচাইতে উপযোগী ?
উত্তরঃ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিশেষভাবে উপযোগী। কারণ দ্বিদলীয় ব্যবস্থা থাকা গণতন্ত্র অধিক সুস্থির ও সবল হয়। দ্বিদলীয় ব্যবস্থা থাকা গণতান্ত্রিক রাষ্ট্রে সহজে রাজনৈতিক সংকট পরিলক্ষিত হয় না। যেমন— আমেরিকা যুক্তরাষ্ট্র।
প্রশ্ন ৩। রাজনৈতিক দলের চারিটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তরঃ(ক) সংগঠন অর্থাৎ দলের সভ্যগণকে তাদের দলের কার্যসূচী ও নীতি সম্বন্ধে একমত হতে হবে।
(খ) একই আদর্শ এবং নীতির দ্বারা অনুপ্রাণিত এই সংগঠিত ব্যক্তিসমষ্টিগণকে সাংবিধানিক উপায়ে সরকার গঠনের চেষ্টা করতে হবে।
(গ) প্রত্যেক রাজনৈতিক দলেরই জাতীয় কল্যাণে থাকা উচিত।
(ঘ) রাজনৈতিক দলের সদস্যগণকে দলীয় শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং দলীয় স্বার্থরক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রশ্ন ৪। পাঁচটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখ।
উত্তরঃ ভারতের পাঁচটি আঞ্চলিক রাজনৈতিক দল হল—
(১) ডি.এম.কে, এর.আই.ডি.এম.কে. (তামিলনাড়ু)।
(২) আকালি দল (পাঞ্জাব)।
(৩) তেলেগু দেশম (অন্দ্রপ্রদেশ)।
(৪) নেশনেল কনফারেন্স(জম্মু কাশ্মীর)।
(৫) অসম গণপরিষদ (অসম)।
প্রশ্ন ৫। মোর্চা সরকার বলতে কী বুঝ ?
উত্তরঃ যখন কোনো একটি বিশেষ রাজনৈতিক দল একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করতে অপারগ হয় তখন কয়েকটি রাজনৈতিক দল একত্রিত হয়ে সরকার গঠন করে।এই ধরনের সরকারকে মোর্চা সরকার বলা হয়। যেমন— ইউনাইটেড ফ্রন্ট, সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা সরকার (UPA)।
রচনাধর্মী প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। সংযুক্ত সরকার বলতে কি বুঝ ? কোন পরিস্থিতিতে সংযুক্ত সরকার গঠিত হয় ?
উত্তরঃ যখন কয়েকটি রাজনৈতিক দল একত্রিত হয়ে সরকার গঠন করে, সেই ধরনের সরকারকে সংযুক্ত সরকার বলা হয়।
যখন কোনো একটি বিশেষ রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করতে অপারগ হয় বা সক্ষম হয় না, তখন কয়েকটি রাজনৈতিক দল একত্রিত হয়ে সরকার গঠন করে। সংযুক্ত সরকারে যোগ দেওয়া দলগুলোর আদর্শ ভিন্ন হলেও ক্ষমতা দখলের স্বার্থে এই দলগুলো নিজ স্বার্থ ও আদর্শ মোকাবিলা করে এবং সকল ধরনের লক্ষ্য বেঁধে সরকার গঠন করতে জোট বন্ধনে আবদ্ধ হয়। আমাদের দেশে কেন্দ্রিয় সরকার ১৯৭৭সালে মোরারজী দেশাইর নেতৃত্বে প্রথম সংযুক্ত সরকার গঠন হয়। এই সরকার জনতা দলের সরকার ছিল।