SEBA ALL DISTRICT Previous year MCQ

Get free pdf Notes
Sst Mcq
Sst Assertion / Reason

NOTES

1) সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিল -

Ans: 1854 খ্রিস্টাব্দে চার্লস উইডের প্রচেষ্টায়।

2) কয়েকজন বিখ্যাত ইউরোপীয় ব্যক্তির নাম লেখ যারা ভারতীয়দের মনে মানসিক সন্তুষ্টির জোয়ার এনেছিল ?

Ans :- Ans: রুশ, ভিল্টেয়ার, বার্ক, মেকলে।
3) আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে ছিল ?


Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

4) কখন এবং কোথার থেকে কোথা পর্যন্ত ভারতবর্ষে প্রথম রেল যাতায়াত সূচনা হয় ?


Ans : 1853 খ্রিস্টাব্দে বোম্বাই এবং খানের মধ্যে 21 কিলোমিটার পথ রেল চলাচলের মাধ্যমে ভারতবর্ষে প্রথম রেল জাতীয় সূচনা হয়।

6) কত খ্রিস্টাব্দে এবং কারা কোন উদ্দেশ্যে শ্রীরামপুরে প্রথম ছাপাখান স্থাপিত করেন?


Ans: 1791 খ্রিস্টাব্দে ইউরোপীয় মিলনারীরা খ্রিস্ট ধর্মা প্রচার করার উদ্দেশ্যে শ্রীরামপুরে প্রথম ছাপাখানা স্থাপিত করে।

7) হিন্দু ধর্মের মূল গ্রন্থ দুটির নাম লেখ ?


Ans: বেদ ও উপনিষদ।

8) রাজা রামমোহন রায় কি প্রথার বিরোধিতা করেছিল ?


Ans: বাল্যবিবাহ ,পর্দাপ্রথা,বহুবিবাহ।

9,) কে ভারতবর্ষের সামাজিক ইতিহাসে সতীদাহ প্রথা সম্পূর্ণ রদ করেছিল ?

Ans: রাজা রামমোহন রায়।

10) কত সনে ব্রাহ্মসভা নামের প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল।

Ans: 1828 খ্রিস্টাব্দে।

11) কত সনে এবং কোথায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল ?

Ans: 1817 খ্রিস্টাব্দে কলকাতা।

12) কত সনে হিন্দু কলেজ প্রেসিডেন্সি নামে খ্যাত হয়েছিল ?

Ans: 1855 খ্রিস্টাব্দে।

13) কে ইয়ং বেঙ্গল নামের একটি সংস্থা গড়ে তুলেছিল ? ।

Ans: হেনরি ডৌফিয়ান ডিরোজিত্ত

15) কাকে আধুনিক ভারতের জন্মদাতা বলা যায় ?

Ans: রাজা রামমোহন রায় কে।

16) "বেদ ফিরে যাও"এই ধ্বনিটিকে প্রচার করেছিল ?
Ans: স্বামী দয়ানন্দ সরস্বতী।

17) কে পাঞ্জাবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল ?
Ans: দয়ানন্দ সরস্বতী।
18) কে কত খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ গড়ে তুলেছিল ?
Ans: কেশব চন্দ্র সেন। 1867 সনে।

19) কার মতে বেদ কে কেন্দ্র করে রামকৃষ্ণ মিশন গড়ে তুলেছিল ?
Ans: রামকৃষ্ণ পরমহংসদের।