SEBA ALL DISTRICT PRE-BOARD MCQ HSLC 2024

Get free pdf Notes
G/Sc Mcq

NOTES

1. শক্তির উত্তম উৎস কাকে বলে ?

উত্তর: শক্তির উত্তম উৎস হল -

(i) যার প্রতি একক আয়তন বা ভর অধিক কার্য সম্পাদন করতে পারে ।
(ii) যা সহজে পাওয়া যায় ।
(iii) যার সংরক্ষণ পরিবহন সহজতর ।
(iv) যা সবচেয়ে কম খরচ সাপেক্ষ ।


2. প্রাচীনকালে তাপ উৎপাদনের সাধারণ উৎসব হিসাবে কি ব্যবহার করা হত ?



উত্তর: ‍কাঠ ।

3. কোন শক্তির উৎস আবিষ্কারের ফলে শিল্প বিপ্লব সম্ভব হয়েছিল ?


উত্তর: কয়লা ।

4. জীবাশ্ম জ্বালানী পুনর্নবীকরণযোগ্য / পুনর্নবীকরণযোগ্য নয় ।


উত্তর: পুনর্নবীকরণযোগ্য নয় ।

5. জীবাশ্ম জ্বালানী ব্যবহারের কয়েকটি অসুবিধা লেখ ।


উত্তর: জীবাষ্ম জ্বালানী ব্যবহারের কয়েকটি অসুবিধা হলো -

(i) কয়লা এবং পেট্রোলিয়ামজাত জ্বালানী সমূহ বায়ুর প্রদূষণ ঘটায় ।

(ii ) জীবাশ্ম জ্বালানী প্রজ্বলনের ফলে উপজাত দ্রব্য হিসেবে কার্বন , নাইট্রোজেন এবং সালফার অক্সাইড এর মত আম্লিক অক্সাইড সমূহ উৎপন্ন হয় ।

(iii) জীবাশ্ম জ্বালানি থেকে উৎপন্ন হওয়া কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের দ্বারা বায়ু প্রদূষণ এবং সবুজ গৃহ প্রভাব পড়ে এবং এর জন্য গ্লোবাল ওয়ার্মিং হয় ।



6) জীবাষ্ম জ্বালানির দ্বারা উৎপন্ন প্রদুষণের মাত্রা কিভাবে হ্রাস করা সম্ভব লিখ ।


উত্তর: জীবাশ্ম জ্বালানির দ্বারা উৎপন্ন প্রদুষণের মাত্রা হ্রাস করা সম্ভব যদি দহন পদ্ধতি দক্ষতা বৃদ্ধি করা যায় । এর জন্য বিভিন্ন উন্নতি প্রযুক্তি ব্যবহার করতে হবে যাতে পরিবেশে ক্ষতিকারক গ্যাসীয় এবং অন্যান্য বর্জ্য পদার্থ ছড়িয়ে যেতে না পারে ।

7) টারবাইন কি ?

উত্তর: টারবাইন হলো একটি যান্ত্রিক পদার্থ যা প্রবাহিত তরল (যেমন বায়ু, পানি বা বাষ্প) এর গতিশক্তি ব্যবহার করে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এই যান্ত্রিক শক্তি ব্যবহার করে টারবাইন বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন বিদ্যুৎ উৎপাদন।

8) জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ___বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় ।‌

উত্তর: পতনশীল জলের স্থিতি শক্তিকে |

9) জলবিদ্যুৎ শক্তির উৎস একটি নবীকরণযোগ্য / নবীকরণ যোগ্য শক্তি নয় ।
উত্তর:নবীকরনযোগ্য শক্তি ।

10) বৃহঃদাকার বাঁধ নির্মাণের অসুবিধা গুলি কি ?
উত্তর:বৃহঃদাকার বাঁধ নির্মাণের অসুবিধা গুলি হল - (I) কেবলমাত্র কিছু সীমিত সংখ্যক স্থানেই বৃহদাকার বাঁধ নির্মাণ করা সম্ভব যেমন পাহাড়ি অঞ্চলে ।
( ii) বাঁধের জলে ডুবে যায় বলে বৃহৎ-পরিমাণ কৃষি-জমি ও মানুষের বাসস্থান বিসর্জন দিতে হয় এর ফলে পরিবেশগত সন্তুলন বিনষ্ট হয় ।
(iii) বাঁধের জলে ডুবে যাওয়া গাছপালাদি বায়ুহীন অবস্থায় পচনের ফলে এক প্রকার সবুজ গৃহ গ্যাস মিথেন উৎপন্ন হয় যা আমাদের জন্য অপকারী |


11)গঙ্গা নদীর ওপর কোন বাঁধ নির্মাণের প্রকল্পের বিরোধিতা করা হয় ?
উত্তর: তেহরী বাঁধ ।

12) নর্মদা নদীর ওপর কোন বাঁধ নির্মাণের প্রকল্পের বিরোধিতা করা হয় ?
উত্তর: সর্দার সরোবর বাঁধ

13) কাঠকয়লা কিভাবে পাওয়া যায় ?
উত্তর: কাঠকে যখন সীমিত পরিমান অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হয় তখন কাঠে থাকা জল এবং উদ্বায়ী পদার্থসমূহ অপসারিত হয় এবং উপজাত পদার্থ হিসেবে কাঠ কয়লা পাওয়া যায় ।

14) কাঠ কয়লার কয়েকটি সুবিধা লেখ ।
Ans :- কাঠ কয়লার কয়েকটি সুবিধা হল :-
(a) কাঠকয়লা শিখা হীন ভাবে জ্বলে , এতে তুলনামূলক ভাবে কম ধোঁয়া উৎপন্ন হয় ।
(b) এর তাপ উৎপাদন ক্ষমতা অধিকতর ।

15) জৈব গ্যাস কিভাবে উৎপন্ন হয় ?
Ans :- গোবর , শস্য উৎপাদনের পর উপজাত বিভিন্ন উদ্ভিজ্জ পদার্থ , শাক সবজির বর্জ্য পদার্থ এবং নালা নর্দমার আবর্জনাতে অক্সিজেন বিহীন অবস্থায় পচনের ফলে জৈব গ্যাস উৎপন্ন হয়।
16 ) জৈব গ্যাসের আরেক নাম কি ?

উত্তর: Ans :- গোবর গ্যাস

17 ) ডাইজেক্টর কি ?



উত্তর: ডাইজেক্টর হল একটি অক্সিজেন বিহীন বান্ধ কক্ষ ।



18 ) জৈব গ্যাসে কত শতাংশ মিথেন থাকে ?
উত্তর: জৈব গ্যাসের 75% মিথেন থাকে ।

19 ) জৈব গ্যাসের সুবিধা কি লিখো ।‌
Ans :- জৈব গ্যাসের সুবিধা গুলি হল -
(i) এর দহনের ফলে ধোঁয়া উৎপন্ন হয় না ।
(ii) এর দহন ক্ষমতা অনেক বেশি
20) ‌ জৈব গ্যাস একটি নবীকরণযোগ্য শক্তির উৎস / নবীকরণযোগ্য শক্তির উৎস ।

Ans :- নবীকরণ যোগ্য শক্তির উৎস

21) ‍ বায়ু শক্তি ফার্ম বলতে কি বুঝ ?



উত্তর: বায়ু কলের ঘূর্ণন গতির সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অধিক সংখ্যাক বায়ুকল স্থাপন করতে হয় । একে বায়ু শক্তি ফার্ম বলে ।

22) ‍ কোন দেশকে 'বায়ুপ্রবাহের দেশ' বলা হয় ?


উত্তর : Ans:- ডেনমার্ককে

23) ডেনমার্কে প্রয়োজনীয় বিদ্যুতের কত শতাংশ বায়ুকুলের দ্বারা উৎপাদন করা হয় ?


উত্তর :
24) বায়ু শক্তির দ্বারা বিদুৎ উৎপাদন করা পৃথিবীর প্রথম দেশটির নাম কি ?


উত্তর : জার্মানি

25) ‍ বায়ু শক্তির দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা পৃথিবীর পঞ্চম দেশটির নাম কি ?


উত্তর : ভারত ।

26) ‍ ভারতের বৃহত্তম বায়ুশক্তি ফার্ম কোথায় আছে ?

উত্তর : কন্যাকুমারী নিকটবর্তী অঞ্চলে ।

27) ‍ ভারতের বৃহত্তম বায়ু শক্তি ফার্মে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ কত ?

উত্তর: 380 মেগাওয়াট ।

28) ‍ বায়ু শক্তি ব্যবহারের অসুবিধা গুলি লিখ ।
উত্তর: বায়ু শক্তি ব্যবহারের অসুবিধা গুলি হল -

(i) প্রথমত বায়ু শক্তি ফার্ম কেবলমাত্র সেই সকল স্থানে স্থাপন করা যায় যেখানে বছরের অধিকাংশ সময় বায়ু প্রবাহ ঘটে থাকে ।

(ii) টারবাইন এর গুণনের প্রয়োজনীয় ব্যাগ বজায় রাখার জন্য পায়ের ব্যাগ প্রতি ঘন্টায় 15 কিলোমিটারের অধিক হওয়া প্রয়োজন ।

(iii) সংরক্ষণ কোষের মত ব্যবস্থা থাকা প্রয়োজন যাতে যখন বায়ুপ্রবাহ থাকে না তখন প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় ।

(iv) বায়ু শক্তি ফার্ম স্থাপনের জন্য বৃহৎ পরিমাণ স্থানের আবশ্যক ।

(v) (V) বায়ু শক্তি স্থাপনের জন্য প্রাথমিক খরচ অত্যন্ত বেশী ।
29) ‍ বায়ু শক্তি ফার্মে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে কতটুকু ভূমির প্রয়োজন হয় ?
উত্তর: দুই হেক্টর ।

30) ‍ ভারতে এক বছরে কত পরিমাণ সৌরশক্তি আপতিত হয় ?
উত্তর: 5000 ট্রিলিয়ন কিলোওয়াট ঘন্টা ।

31) সৌর ধ্রুবক কি ?
‍Ans :- সূর্য থেকে পৃথিবীর গড় লম্ব দূরত্বকে সৌর ধ্রুবক বলে ।

32. সৌর কিরণে মুক্ত অবস্থায় রেখে দিলে স্বর কোষের দ্বারা কত ভোল্ট উৎপন্ন হবে ?
Ans :- 0.5 - 1 ভোল্ট ।

33.‌ সৌর কোষের দ্বারা বিশেষ প্রকাশ সৌরকোষ কতটুক বিদ্যুতের যোগান দিতে পারবে ?
Ans :- 0.7 W

34. সৌর কোষের কয়েকটি সুবিধার ব্যাপারে লেখো ।
উত্তর: Ans :- সৌর কোষের কয়েকটি সুবিধা হল -

(i) এর প্রধান সুবিধা হল যে এতে কোন গতিশীল অংশ থাকে না রক্ষণাবেক্ষণে তেমন প্রয়োজন হয় না এবং কোন ফোকাসিং কৌশল ব্যবহার না করেও সন্তোষজনকভাবে কাজ করতে পারা যায় ।
( ii) এটি কোন প্রান্তিক দুর্গম ক্ষুদ্র গ্রামে অথবা কমবসতিপূর্ণ স্থানে যেখানে পরিবহন খরচসাপেক্ষ এবং বাণিজ্যিকভাবে লাভজনক নয় এমন অঞ্চলে স্থাপন করা যায় ।
35. সৌর কোষ তৈরিতে কোন পদার্থ ব্যবহার করা হয় ?
উত্তর: Ans :- সিলিকন ।

36. সৌর কোষ কোথায় ব্যবহার করা হয় ?
উত্তর: সৌরকোষ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় । যেমন -

( i) বৈজ্ঞানিক এবং প্রযুক্তির প্রয়োজনে সৌর কোষ ব্যবহার করা হয়।
(ii) কৃত্রিম উপগ্রহ এবং মঙ্গল গ্রহের মতো মহাকাশ অভিযানে কক্ষপথে পরিভ্রমণ কালে প্রধান শক্তির উৎস হিসাবে সৌরকোষ ব্যবহার করা হয়।
(iii) দূর দূরান্তে রেডিও বা ব্যথা সম্প্রসারণ ব্যবস্থা অথবা টেলিভিশন প্রচারকেন্দ্রে শর্কস প্যানেলকে ব্যবহার করা হয়। ।
(iv )‌ যানবাহনের সিগনাল , ক্যালকুলেটর এবং বহু খেলায় সৌরকোষ লাগানো হয় ।
(V) বিশেষ নকশায় গঠিত হেলানো ছাদের উপর প্যানেলকে লাগানো হয়


37. জোয়ার ভাটা বলতে কি বুঝ ?
উত্তর: জোয়ার ভাটা বলতে সমুদ্রের জলের স্তর পরিবর্তনকে বোঝানো হয়। জোয়ার হল যখন সমুদ্রের জল উঁচু হয়ে আসে, আর ভাটা হল যখন জল নিচু হয়ে যায়। এই পরিবর্তন সাধারণত চাঁদের আকর্ষণ শক্তি ও পৃথিবীর ঘূর্ণনের কারণে ঘটে।

38. তরঙ্গ শক্তি বলতে কি বুঝ ?
‍Ans :- তরঙ্গ শক্তি বলতে এমন একটি শক্তির রূপ বোঝানো হয় যা সমুদ্রের তরঙ্গের গতিশীলতা থেকে উৎপন্ন হয়। সমুদ্রের ঢেউ ও তরঙ্গের গতিশীলতা ব্যবহার করে এই শক্তি উৎপন্ন করা হয়।

39. কোন উষ্ণতাতে সমুদ্রের তাপ শক্তি কার্যকরী হবে ?
Ans :- Ans :- 293k

40. হটস্পট বলতে কী বোঝো ?
Ans :- Ans :- ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠের অভ্যন্তরে উষ্ণ অঞ্চলের গলিত শিলা উৎপন্ন হয় । এই গতিতে শিলা উপর দিকে ধাবিত হওয়া কিছু নির্দিষ্ট অঞ্চলে ভূপৃষ্ঠের তলদেশ আবদ্ধ অবস্থায় থাকে। এমন স্থানকে হটস্পট বলে ।

41. উচ্চ প্রস্রবণ কি ?
উত্তর: Ans :- কখনো ভূগর্ভস্থ জল ফাটল পথে ভূপৃষ্ঠে নির্গত হয়। একে উচ্চ প্রস্রবণ বলে ।

42. ভূতাপ শক্তি কেন্দ্রিক বিদ্যুৎ উৎপাদন গড়ে উঠেছে এমন একটি জায়গার নাম লিখ ।
উত্তর: Ans :- নিউজিল্যান্ড এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ।

43) 43. নিউক্লিয় ফিশন কি ?

উত্তর : নিউক্লিয় শক্তি উৎপাদন করার প্রক্রিয়াকে নিউক্লিয় ফিশন বলে। ।

44 ) কয়েকটি তেজস্ক্রিয় পরমাণুর নাম লেখ ।


উত্তর: ইউরেনিয়াম, প্লুটোনিয়াম , থোরিয়াম ইত্যাদি ।

45) নিউক্লিয়াস শক্তি কখন নির্গত হয় ?


উত্তর: যখন মূল নিউক্লিয়াসের ভর উৎপাদিত নিউক্লিয়াসের ভরের সমষ্টি থেকে সামান্য পরিমাণে অধিক হয় তবে অতি বৃহৎ পরিমাণ নিউক্লিয়াস শক্তি নির্গত হয়।

46) E = mc² সূত্রটি কে আবিষ্কার করেছিল ?


উত্তর: অ্যালবার্ট আইনস্টাইন 1905 সনে ।

47) নিউক্লিয় বিজ্ঞানে শক্তির একক কি ?

উত্তর: ইলেকট্রন ভোল্ট (eV )

48) 1 eV = ____ জুল

উত্তর: 1.62 × 10-¹⁹

49) 1 পারমানবিক ভর একক = ___ মেগা ইলেকট্রন >
উত্তর: 931 মেগা ইলেকট্রন

50) নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকা ভারতের কয়েকটি স্থানের নাম লেখ । >
উত্তর: তারাপুর (মহারাষ্ট্র ) , কালাপাক্কাম (তামিলনাড়ু), নরোরা (উত্তর প্রদেশ ) , কাকড়াপার ( গুজরাট ) , কাইগা ( কর্ণাটক), রানা প্রতাপ সাগর (রাজস্থান ) ইত্যাদি ।

51) নিউক্লিয় শক্তি উৎপাদনে সবচেয়ে প্রধান সমস্যা কি ? >
উত্তর: নিউক্লিয় শক্তি উৎপাদনের সবচেয়ে প্রধান সমস্যা হল - জ্বালানির বর্জ্য পদার্থের সংরক্ষণ ও অপসারণ কারণ জ্বালানি হিসাবে ব্যবহৃত ইউরেনিয়ামের অবশেষ থেকে ক্ষয় প্রক্রিয়াজাত ক্ষতিকারক পরমানু সদৃশ কণার বিকিরণ অব্যাহত থাকে, নিউক্লিয় বর্জ্য পদার্থ সংরক্ষণ ও অপসারণ সঠিকভাবে করা সম্ভব না হলে পরিবেশ প্রদূষণ ঘটে ।

52) নিউক্লিয় সংযোজন কি ? >
উত্তর: দুটি অতি কম ভর যুক্ত নিউক্লিয়াস যুক্ত হয়ে অধিকতর ভারী নিউক্লিয়াস গঠনের প্রক্রিয়াকে নিউক্লিয় সংযোজন বলে

53) হাইড্রোজেন বোমার ভিত্তি কি ? >
উত্তর: হাইড্রোজেন বোমার ভিত্তি হলো তাপ নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ।

54) নিউক্লিয় বোমার ভিত্তি কি
উত্তর: নিউক্লিয় বোম আর ভিত্তি হলো হাইড্রোজেন বোমার কেন্দ্র স্থাপন করা ইউরেনিয়াম বা প্লটেনিয়াম এর নিউক্লিয় বিয়োজন ।

55)CNG এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর: compressed natural gas

56)নবীকরণযোগ্য শক্তির উৎস কি ? দুইটি উদাহরণ দাও ।
উত্তর: যে শক্তির উৎস গুলো একবার ব্যবহারের পর আবার ব্যবহার করতে পারা যায় , তাকে নবীকরণযোগ্য শক্তির উৎস বলে । উদাহরণস্বরূপ - সৌরশক্তি , বায়ু শক্তি ইত্যাদি ।

57 ) অনবীকরণযোগ্য শক্তির উৎস কি ? দুটি উদাহরণ দাও ।
উত্তর: যে শক্তির উৎসগুলো একবার ব্যবহারের পরে এটি নিশ্বাস হয়ে যায় তাকে অনবেকরণযোগ্য শক্তির উৎস বলে যেমন জীবাষ্ম ইন্ধনশক্তি ইত্যাদি ।