Q.1. দরিদ্রতা বলতে কি বুঝ ?
2.
গ্রাম অঞ্চলে দৈনিক কত কেলরি এর নিচে থাকলে একজনকে দরিদ্র বলে অভিহিত করা হয় ?
Ans :- 2400 কেলরি ।
3.
শহর অঞ্চলে দৈনিক কত কেলরি এর নিচে থাকলে একজনকে দরিদ্র বলে অভিহিত করা হয় ?
Ans: 2100 কেলরি ।
4. দরিদ্রতার উপরে লেখা দাদাভাই নৌরজির গ্রন্থটির নাম কি ?
Ans : Poverty and un-British rule of India
5. গ্রাম ভারতবর্ষে দারিদ্রতার মুল কারন কি ?
Ans: ভূমির মালিকীস্বত্ত্বের অভাব ।
-->