ধাতু এবং অধাতু
SEBA ক্লাস 10 বিজ্ঞান প্রশ্নের বাংলায় উত্তর – 2024 | বিজ্ঞান পাঠক্রমের প্রশ্ন উত্তর
Get free pdf Notes
G/Sc Mcq
1. ধাতু কী ? কয়েকটি উদাহরণ দাও ।
Ans:- যেসব মৌল পদার্থের মধ্যে দিয়ে তাপ ও বিদ্যুৎ সহজে পরিবহন হয় তাকে ধাতু বলে । উদাহরণস্বরূপ - সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি ।
2. অধাতু কি ? কয়েকটি উদাহরণ দাও ।
Ans :- যেসব মৌল পদার্থের মত দিয়ে তাপ ও বিদ্যুৎ সহজে পরিবহন হয় না তাকে অধাতু বলে । উদাহরণস্বরূপ - অক্সিজেন , হাইড্রোজেন ইত্যাদি।
3. সবচেয়ে কঠিন ধাতু টির নাম লিখ ।
Ans :- হিরা ।
4) একটি ধাতুর উদাহরণ দাও যা সাধারণ উষ্ণতা তরল ?
উত্তর: পারদ বা মার্কারি |
5) সহজে ছুরি দিয়ে কাটা যায় একটি ধাতুর নাম লেখ ?
উত্তর: সোডিয়াম এবং পটাশিয়াম |
6) তাপের সবচেয়ে সুপরিবাহী এমন একটি ধাতুর উদাহরণ দাও ?
উত্তর: তামা বা কপার এবং সিলভার |
7) তাপের কুপরিবাহী এমন একটি ধাতুর নাম লিখ ।
উত্তর: সীসা এবং পারদ
8) ঘাত সহনীয় এবং নমনীয় বলতে কী বোঝো ?
উত্তর: কোন কোন ধাতুকে পিটিয়ে পাতলা পাতায় পরিণত করা যায় । ধাতুর এই ধর্ম
টিকে বলে ঘাতসহনীয়তা ( malleability) | উদাহরণ: সোনা এবং রুপা |
যে ধর্মের দ্বারা ধাতুকে টেনে সরু তারে পরিণত করা যায় তাকে নমনীয়তা ( duelility) বলে | উদাহরণ: সোনা |
9) ধাতুকে বায়ুতে দহন করলে কি উৎপন্ন হবে ? উদাহরণ দিয়ে বুঝাও ।
উত্তর: প্রায় সকল ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড উৎপন্ন করে |
ধাতু + অক্সিজেন = ধাতব অক্সাইড |
উদাহরণস্বরূপ : কপারকে বায়ুতে উত্তপ্ত করলে ইহা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কপার অক্সাইড উৎপন্ন করে | বিক্রিয়াটি হল :
2cu (s) + 0 2 (g) --------> 2cu0 .
10) কয়েকটি ধাতুর উদাহরণ দাও যা হাতের তালুর উষ্ণতাতেই গলে যায় ।
Ans :- গেলিয়াম , সিজিয়াম ।
11 ) একটি অধাতুর উদাহরণ দাও যার দ্যুতি আছে ।
Ans :- আয়ডিন ।
12) কার্বনের রুপভেদ গুলি কি ?
Ans :- কার্বনের রুপভেদ গুলি হল - গ্রেফাইট ।
13) ছুরি দিয়ে কাটা যায় এমন কয়েকটি ধাতুর উদাহরণ দাও ।
Ans :- লিথিয়াম , সোডিয়াম এবং পটাসিয়াম ।
14)
Ans :- লিথিয়াম , সোডিয়াম এবং পটাসিয়াম ।
15) উভয়ধরম অক্সিদে কাকে বলে ?
Ans :- কতগুলো ধাতুর অক্সিদে যেমন এ লু মি নি য়াম অক্সাইড , জিংক অক্সাইড ইত্যাদি আম্লিক এবং খারকিয় উভয় ধর্ম দর্শায় । যে ধাতব অক্সাইড অম্ল এবং ক্ষার উভয়ের সাথে
বিক্রিয়া করে লবন ও জল উৎপন্ন করে তাকে উভয় ধর্মী অক্সাইড বলে ।
16) ধাতুগুলো জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ?
Ans :- ধাতব অক্সাইড ও হাইড্রোজেন ।
17) কয়েকটি ধাতুর উদাহরণ দাও যা ঠাণ্ডা জলের সাথে প্রবল ভাবে বিক্রিয়া করে ?
Ans :- পটাশিয়াম এবং সোডিয়াম ।
18) কেলসিয়াম জলের সাথে কিভাবে বিক্রিয়া করে ?
Ans :- কেলসিয়াম জলের সাথে প্রবলভাবে বিক্রিয়া করে না ।