5) মহাত্মা গান্ধী দ্বারা নাটালে সংগঠিত রাজনৈতিক সংগঠনটির নাম লিখ ।
Ans : নাটাল ইন্ডিয়ান কংগ্রেস ।
6) সাত্যাগ্রহের কৌশল গান্ধিজি সর্বপ্রথম কোথায় প্রয়োগ করেছিল ?
Ans: : Ans: দক্ষিন আফ্রিকা ।
7) সাত্যাগ্রহ শব্দটি বলতে কি বোঝায় ?
Ans : সত্যাগ্রহ শব্দটি 'সত্য' ও 'আগ্রহ' শব্দ দুটি যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে যার অর্থ হলো সত্যের প্রতি আগ্রহ অর্থাৎ সত্যনিষ্ট হয়ে কাজ করা ।
8) কত সনে রাওলাট আইন প্রনয়ন করা হয় ?
Ans: 1919 সনে ।
9) গান্ধিজির মতে সত্যাগ্রহ কি ?
Ans. গান্ধীজীর মতে সত্যাগ্রহ কেবল একপক্ষীয় প্রতিরোধ নয় । এর তাৎপর্য হলো - জনতা গভীরভাবে নাছোড়বান্দার মত রাজনৈতিক কার্যকলাপে আত্মনিয়োগ করবে । সত্যাগ্রহের ভিত্তি হল অহিংসা ।