Ans :- বিদ্যুৎ প্রবাহের অবিচ্ছিন্ন এবং আবদ্ধ পথকে বিদুৎ বর্তনী বলে ।
2. একটি বিদ্যুৎ বর্তনীর বিভিন্ন অংশ গুলোর নাম লিখ ।
Ans:- একটি বিদ্যুৎ বর্তনীর বিভিন্ন অংশগুলির নাম হলো - বিদ্যুৎ কোষ, বাল্ব , অ্যামিটার, সুইচ , তার ।
3) যদি কোন পরিবাহী তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে t সময়ে Q পরিমাণ আধান বাহিত হয়, তবে প্রবাহ I কে কিভাবে প্রকাশ করা যায় ?
উত্তরঃ I = Q / t.
এখানে I = বিদ্যুৎ প্রবাহ , Q = আধান,
t = সময়
4. বিদ্যুৎ আধানের এস আই একক কি ?
উত্তরঃ কুলম্ব (C) ।
5) এক কুলম্ব কি?
উত্তরঃ 6 × 10^18 সংখ্যা ইলেকট্রন দ্বারা বাহিত মোট আধানের পরিমাণ কে 1 কুলম্ব বলে ।
6) একটি ইলেকট্রনের আধানের পরিমাণ কত ?
উত্তরঃ 1.6 × 10 -19 c.
7) বিদ্যুৎ প্রবাহের এস আই একক কি ?
উত্তরঃ এম্পিয়ার ( A) .
8) কোন বর্তনীতে বিদুৎ প্রবাহের পরিমাণকে কি দ্বারা মাপা হয়?
উত্তরঃ অ্যামিটার ।
9) বাড়িতে গৃহ বর্তনীতে কি সজ্জায় অ্যামিটার যুক্ত করা হয় ?
উত্তরঃ শ্রেণীদবদ্ধ সজ্জায়।
10. একটি বিদ্যুৎ বর্তনী চিত্র এঁকে এর বিভিন্ন অংশগুলি দেখাও ।
উত্তরঃ
11. বিভব প্রভেদ কি ? এর সূত্রটি লেখ ।
উত্তরঃ বিদ্যুৎবাহী বর্তনীর একবিন্দু থেকে অপর বিন্দুতে একক আধান কে নিতে যে পরিমাণ কার্য করা হয় তাকে ওই দুই বিন্দুর বিভব প্রভেদ বলে ।
দুই বিন্দুর বিভব প্রভেদ(v) = সম্পাদিত কার্য(w) / মোট আধান (Q) |
12) বিভব প্রভেদের এস আই একক কি ?
উত্তরঃ ভোল্ট (V) .
13. 1 ভোল্ট কি ?
উত্তরঃ বিদ্যুৎবাহী পরিবাহীর কোন বিন্দু থেকে অন্য বিন্দুতে এক কুলম্ব পরিমাণ আধান কে নিতে যদি এক জুল কার্য করা হয় তবে ওই দুই বিন্দুর এক ভোল্ট বলে।
14. ভোল্ট মিটার কি ? এটিকে বাড়িতে কি সংযুক্ত করা হয় ?
উত্তরঃ বিভব প্রভেদ মাপক যন্ত্রকে ভোল্ট মিটার বলে । এটিকে বাড়িতে সমান্তরাল সজ্জায় সংযুক্ত করা হয়।
15) ওমের সূত্র কি লিখ ।
উত্তরঃ যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে তবে কোন বর্তনীতে দুই প্রান্তের বিভব প্রভেদ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক । একে ওমের সূত্র বলে ।
V I
বা v / I = ধ্রুবক
= R
বা V = IR.
16. কোন তারের রোধ কি?
উত্তরঃ নির্দিষ্ট তাপমাত্রায় কোন ধাতব তারের ক্ষেত্রে R একটি ধ্রুবক এবং একে তারের রোধ বলে ।
17 . রোধের একক কি ? এটিকে গ্রীক কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তরঃ রোধের একক হল ওম । এটিকে গ্রীক অক্ষর Ω দ্বারা প্রকাশ করা হয় ।
18. ওমের সুত্রটির গানিতিক রুপ লিখ ।
উত্তরঃ ওমের সুত্রটির গানিতিক রুপ হল : R = V / I.
19. 1 Ω রোধ কি ?
উত্তরঃ যদি পরিবাহীর দুই প্রান্তের বিভব-প্রভেদ 1v এবং বর্তনীতে বিদ্যুত-প্রবাহের পরিমান 1A হয় , তবে পরিবাহীর রোধের পরিমান R কে 1 Ω বলে ।
1 Ω = 1 v / 1 A
20. কোন রোধকের সাথে এর বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক কি ?
উত্তরঃ কোন রোধকে বিদ্যুত-প্রবাহ এর রোধের ব্যস্তানুপাতিক । যদি রোধ দ্বিগুণ হয় , বিদ্যুত-প্রবাহের পরিমান অর্ধেক হবে ।
20. কোন রোধকের সাথে এর বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক কি ?
উত্তরঃ কোন রোধকে বিদ্যুত-প্রবাহ এর রোধের ব্যস্তানুপাতিক । যদি রোধ দ্বিগুণ হয় , বিদ্যুত-প্রবাহের পরিমান অর্ধেক হবে ।
21. ভোল্টেজ পরিবর্তন না করে বর্তনীতে বিদ্যুত-প্রবাহের পরিমান নিয়ন্ত্রনের যন্ত্রটিকে কি বলে ?
উত্তরঃ রেওস্টেট ।
22. সুপরিবাহী পদার্থ কি ? কয়েকটি উদাহরন দাও ।
উত্তরঃ নির্দিষ্ট মাপের যে উপাদান কম রোধ উৎপন্ন করে তাকে সুপরিবাহী পদার্থ বলে । যেমন - লোহা , সোনা ইত্যাদি ।
23. কুপরিবাহী পদার্থ কি ? কয়েকটি উদাহরন দাও ।
উত্তরঃ নির্দিষ্ট মাপের যে উপাদান বেশী রোধ উৎপন্ন করে তাকে সুপরিবাহী পদার্থ বলে । যেমন - ক্লোরিন , অক্সিজেন ইত্যাদি ।
24. পরিবাহীর রোধ কি কি কারকের উপর নির্ভর করে ?
উত্তরঃ পরিবাহীর রোধ নির্ভর করা কারক গুলো হল -
(i) পরিবাহীর দৈর্ঘ্যের উপর ।
(ii) পরিবাহীর প্রস্থছেদের কালির উপর ।
(iii) পরিবাহীর উপাদানের উপর ।
25. বিদ্যুতের রধাঙ্কের গানিকিত ছিনহ লিখ ।
উত্তরঃ ρ
26. রোধের SI একক কি ?
উত্তরঃ ওম-মিটার ।
26. কয়েকটি অন্তরক পদার্থের উদাহরন দাও ।
উত্তরঃ রাবার এবং কাঁচ ।
27. বিদ্যুৎ প্রবাহের তাপীয় কৌশল প্রয়োগের ক্ষেত্রে সংকর ধাতু কেন ব্যাবহার করা হয় ?
উত্তরঃ সংকর ধাতুসমুহ সাধারনত উচ্চ তাপমাত্রায় জ্বলে গলে যায় না । সেই জন্য বিদ্যুৎ প্রবাহের তাপীয় কৌশল প্রয়োগের ক্ষেত্রে যেমন ইলেকট্রিক ইস্ত্রি , টোস্টার ইত্যাদিতে সংকর
ধাতু ব্যবহার করা হয় ।