SEBA ALL DISTRICT PRE-BOARD MCQ HSLC 2024

Get free pdf Notes
Sst Mcq
Sst Reason / Assertion

NOTES

page no - 15


1. আধুনিক অর্থনৈতিক ভূগোলর পিতৃস্বৰূপ ব্যক্তি ___।

(a) ফেইড্রিক ওয়াটজেল।
(b) জর্জ সিসহোম।
(c) কার্ল রিখটার।
(d) আলেকজেণ্ডাৰ ভোন হাম্বোল্ড।


Ans: Ans. (b) জর্জ সিসহোম।


2. __ অনুসরি সম্পদসমূহকে বহুলভাবে প্রাকৃতিক, মানৱসৃষ্ট এবং মানব সম্পদ হিচাবে বিভক্ত করতে পারি। (a) জারণ প্রক্রিয়া।
(b) সৃষ্টি প্রক্রিয়া।
(c) ক্রিয়া-প্রক্রিয়া।
(d) একটিও নয়।


Ans: (b) সৃষ্টি প্রক্রিয়া।


3. যেসমস্ত সামগ্রীর বিনিময় মূল্য আছে, সেগুলোকে _ বলা হয়।
(a) সম্পত্তি।
(b) সম্পদ।
(c) পণ্য।
(d) একটিও নয়।


Ans :- (a) সম্পত্তি।


4. পৃথিবীতে উপলব্ধ সমস্ত সম্পদকে মালিকীস্বত্বের ভিত্তিতে __ সম্পদ হিচাবে শ্রেণী বিভক্ত করতে পারি।
(a) ব্যক্তিগত। (b) আন্তর্জাতিক। (c) জাতীয়। (d) সবকয়টি।


Ans: (d) সবকয়টি।



5. সমগ্র বিশ্বজুড়ে প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ___। (a) ১ জানুয়ারী।
(b) ১৫ আগষ্ট।
(c) ৫ জুন।
(d) একটিও নয়।


Ans :
Ans. (c) ৫ জুন।


6. নীচের কোনটি প্রাথমিক বৃত্তি নয় __।

(a) কৃষিকার্য।
(b) মাছ ধরা।
(c) ব্যাংক বা অন্যান্য বিত্তীয় প্রতিষ্ঠান।
(d) বনজ বা খনিজ সম্পদ আহৰণ।


Ans: : (c) ব্যাংক বা অন্যান্য বিত্তীয় প্রতিষ্ঠা।

7) সমস্ত প্রকারের ঔদ্যোগিক প্রতিষ্ঠানের কর্মীরা কোন খণ্ডের জীবিকার অন্তর্ভুক্ত।

(a) প্রাথমিক খণ্ডের।
(b) দ্বিতীয় খণ্ডের।
(c) তৃতীয় খণ্ডের।
(d) চতুর্থ খণ্ডের।


Ans : (b) দ্বিতীয় খণ্ডের।


(8). 8. নীচের কোনটি তৃতীয় শ্রেণীর বৃত্তি?

(a) কৃষিকার্য়।
(b) বয়ন কার্য।
(d) ব্যবসা-বাণিজ্য
(c) শিকার।
(d) ব্যবসা-বাণিজ্য।


Ans: (d) ব্যবসা-বাণিজ্য।


9). 9. নীচের কোনটি দ্বিতীয় বৃত্তির কার্য নয়।

(a) লৌহ গলন কার্য।
(b) সেলাই।
(c) রেডিমেড কাপড়া তৈরী।
(d) মাছ ধরা।


Ans. (d) মাছ ধরা।


10) দিল্লী, মুম্বাই, কোলকাতা, চেন্নাই ইত্যাদি মহানগরীগুলিতে নিম্নোক্ত কোন বৃত্তির সর্বাধিক সুবিধা পাওয়া যায় __।

(a) প্রাথমিক।
(b) দ্বিতীয়।
(c) চতুর্থ।
(d) সেবা কাৰ্য।


Ans. (c) চতুর্থ।


11) নীচের কোন জীবিকা চতুর্থ শ্রেণীর অন্তর্গত ___।

(a) গৃহনির্মাণ কর্মী।
(b) কম্পিউটার নির্মাণ কর্মী।
(c) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
(d) প্রকাশ।


Ans. (c) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।


12) নীচের কোনটি দ্বিতীয় বৃত্তির অন্তর্গত?

(a) শিল্পোৎপাদন প্রক্রিয়া।
(b) যাতায়ত।
(c) প্রচার মাধ্য।
(d) প্রশাস।>


Ans. (a) শিল্পোৎপাদন প্রক্রিয়া।


13) নীচের কোনটি অজীবিয় সম্পদ __।

(a) বায়ু।
(b) গাছ-পালা।
(c) জীৱ-জন্তু।
(d) ছত্রাক।


Ans: (a) বায়ু।

14)নীচের কোনটি বিলুপ্তপ্রায় প্রাণী?

(a) একশৃঙ্গ গণ্ডার।
(b) নল শূকর।
(c) জীরাফ।
(d) মিথুন।


Ans. (b) নল শূকর।


15) IUCN সংস্থা কোন আন্তর্জাতিক সংস্থার অন্তর্গত?

(a) UNESCO.
(b) UNDP.
(c) WWF.
(d) UNEP.


Ans. (a) UNESCO.
16) নীচের কোন দেশটি মানব সম্পদে এগিয়ে ?

(a) ভুটান
(b) ভারত
(c) বাংলাদেশ
(d) জাপান


Ans :- (d) জাপান


17) সোনা একটি

a) কৃত্রিম সম্পদ
b) প্রাকৃতিক সম্পদ
c) জৈবিক সম্পদ
d) মানব সম্পদ


Ans :-
b) প্রাকৃতিক সম্পদ
18) দামোদর নদী অবস্থিত


a) অসমে
b) বিহারে
c) উড়িষ্যায়
d) পশ্চিমবঙ্গে

Ans :-
d) পশ্চিমবঙ্গে

19. সম্পদ হতে হলে

(a) এর কার্যকারিতা এবং উপকারিতা থাকতে হবে
(b) দাম এবং মূল্য থাকতে হবে
(c) প্রাকৃতিক এবং সহজলভ্য হতে হবে
(d) পরিবর্তনশীল এবং ব্যবহারোপযোগী হতে হবে


Ans:- (a) এর কার্যকারিতা এবং উপকারিতা থাকতে হবে




20. নিচের কোনটি তৃতীয় শ্রেণীর বৃত্তি ?


(a) পাইকারি বা খুচরা বিক্রির সাথে জড়িত অর্থনৈতিক কার্য
(b) বিভিন্ন নির্মাণ তথা পুনঃনির্বাণ কার্য
(c) ব্যাংক বা অন্যবৃত্তি ও প্রতিষ্ঠানের সাথে জড়িত কার্য
(d) বনজ সম্পদ আহরণ কার্য


21. অর্থনৈতিক বৃত্তি বা কার্য কত প্রকার ও কি কি ?y/Why not?


| Ans:- মানুষের অর্থনৈতিক ব্যক্তি বা কার্য চার প্রকার এগুলি হল -


(a) প্রথম-স্তরীয় বৃত্তি
(b) দ্বি-স্তরীয় বৃত্তি
(c) ত্রি-স্তরীয় বৃত্তি
(d) চৌ-স্তরীয় বৃত্তি

22. অর্থনৈতিক ভূগোল অধ্যয়ন করা যে কোন একটি পদ্ধতির নাম উল্লেখ কর |


Ans:- আচরণগত পদ্ধতি

23. অর্থনৈতিক ভূগোলের একটি শাখার নাম লেখ


Ans:-

24. "সম্পদ হতে হলে বস্তুটির কার্যকারিতা এবং অপকারিতা এই দুটো কোন দুটি থাকতে হবে" -- এ উক্তিটি কে করেছিল ?


Ans:-

25. চির বিরাজমান সম্পদের উদাহরণ দাও |

Ans:-


26. ভারতীয় বন গবেষণা শিক্ষা সংস্থাটির নাম লিখ |


Ans:-


27. ভারতীয় বন গবেষণা শিক্ষা সংস্থাটির নাম লিখ |

Ans:-
28. মানুষের মৌলিক প্রয়োজন কি কি ?

Ans:-

29. মানুষ সম্পদের সাথে কিভাবে জড়িত ?

Ans:-