2. __ অনুসরি সম্পদসমূহকে বহুলভাবে প্রাকৃতিক, মানৱসৃষ্ট এবং মানব সম্পদ হিচাবে বিভক্ত করতে পারি।
(a) জারণ প্রক্রিয়া।
(b) সৃষ্টি প্রক্রিয়া।
(c) ক্রিয়া-প্রক্রিয়া।
(d) একটিও নয়।
Ans: (b) সৃষ্টি প্রক্রিয়া।
3. যেসমস্ত সামগ্রীর বিনিময় মূল্য আছে, সেগুলোকে _ বলা হয়।
(a) সম্পত্তি।
(b) সম্পদ।
(c) পণ্য।
(d) একটিও নয়।
Ans :- (a) সম্পত্তি।
4. পৃথিবীতে উপলব্ধ সমস্ত সম্পদকে মালিকীস্বত্বের ভিত্তিতে __ সম্পদ হিচাবে শ্রেণী বিভক্ত করতে পারি।
(a) ব্যক্তিগত।
(b) আন্তর্জাতিক।
(c) জাতীয়।
(d) সবকয়টি।
Ans: (d) সবকয়টি।
5. সমগ্র বিশ্বজুড়ে প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ___।
(a) ১ জানুয়ারী।
(b) ১৫ আগষ্ট।
(c) ৫ জুন।
(d) একটিও নয়।
Ans : Ans. (c) ৫ জুন।
6. নীচের কোনটি প্রাথমিক বৃত্তি নয় __।
(a) কৃষিকার্য।
(b) মাছ ধরা।
(c) ব্যাংক বা অন্যান্য বিত্তীয় প্রতিষ্ঠান।
(d) বনজ বা খনিজ সম্পদ আহৰণ।
Ans: : (c) ব্যাংক বা অন্যান্য বিত্তীয় প্রতিষ্ঠা।
7) সমস্ত প্রকারের ঔদ্যোগিক প্রতিষ্ঠানের কর্মীরা কোন খণ্ডের জীবিকার অন্তর্ভুক্ত।
(a) প্রাথমিক খণ্ডের।
(b) দ্বিতীয় খণ্ডের।
(c) তৃতীয় খণ্ডের।
(d) চতুর্থ খণ্ডের।
a) কৃত্রিম সম্পদ
b) প্রাকৃতিক সম্পদ
c) জৈবিক সম্পদ
d) মানব সম্পদ
Ans :- b) প্রাকৃতিক সম্পদ
18) দামোদর নদী অবস্থিত
a) অসমে
b) বিহারে
c) উড়িষ্যায়
d) পশ্চিমবঙ্গে
Ans :- d) পশ্চিমবঙ্গে
19. সম্পদ হতে হলে
(a) এর কার্যকারিতা এবং উপকারিতা থাকতে হবে
(b) দাম এবং মূল্য থাকতে হবে
(c) প্রাকৃতিক এবং সহজলভ্য হতে হবে
(d) পরিবর্তনশীল এবং ব্যবহারোপযোগী হতে হবে
Ans:- (a) এর কার্যকারিতা এবং উপকারিতা থাকতে হবে
20. নিচের কোনটি তৃতীয় শ্রেণীর বৃত্তি ?
(a) পাইকারি বা খুচরা বিক্রির সাথে জড়িত অর্থনৈতিক কার্য
(b) বিভিন্ন নির্মাণ তথা পুনঃনির্বাণ কার্য
(c) ব্যাংক বা অন্যবৃত্তি ও প্রতিষ্ঠানের সাথে জড়িত কার্য
(d) বনজ সম্পদ আহরণ কার্য
21. অর্থনৈতিক বৃত্তি বা কার্য কত প্রকার ও কি কি ?y/Why not?
|
Ans:- মানুষের অর্থনৈতিক ব্যক্তি বা কার্য চার প্রকার এগুলি হল -