SEBA ALL DISTRICT Previous year MCQ

Get free pdf Notes
Sst Mcq
Sst Assertion /Reason

NOTES

1. কে, কখন সর্বপ্রথম বিবর্তনের ধারণা প্রবর্তন করেন ?

Ans: চার্লস ডারউইন , ১৮৫৯ খ্রিস্টাব্দে ।

2. কোন কোন জীব বিজ্ঞানীরা জীবদেরকে বড় বড় শ্রেণীতে ভাগ করতে চেষ্টা করেছিলেন ?

Ans :- আর্নোস্ট হেকেল , রবার্ট হোয়াইটেকার এবং কাল ওয়েস ।
3. জীবজগতের সবচেয়ে বড় বিভাগ টি কি ?


Ans: কিংডম বা রাজ্য ।

4. ওয়াইটেকারের মতে সকল জীবকে কয়টি রাজ্যে মধ্যে ভাগ করা যায় ও কি কি ?


Ans : Ans :- ওয়াইটেকারের এর মতে কয়টা সকল জীবকে পাঁচটি রাজ্যে ভাগ করা যায় । এগুলি হল -

(i) মোনেরা
(ii) প্রটিষ্টা
(iii) ফাঞ্জাই ( ছত্রাক )
(iv ) প্ল্যান্টে উদ্ভিদ
(V) এনিমিলিয়া ( প্রাণী )


5. এনিমিলিয়া (প্রাণীর) বিভিন্ন বিভাগ গুলোর নাম কি কি ।


Ans: এনিমিলিয়া প্রাণীর বিভিন্ন বিভাগগুলির নাম হলো -

(i) রাজ্য
(ii) পর্ব
(iii) শ্রেনী
(iv) বর্গ
(v) গণ
(vi)প্রজাতি


6. প্রজাতি বলতে কি বুঝ ?


Ans: একটি প্রজাতি হচ্ছে একই উপায়ে জন্মায় এবং বৃদ্ধি পায় এরকম জীবের সমষ্টি ।

7. মোনেরা শ্রেণীর অন্তর্ভুক্ত কয়েকটি প্রাণীর নাম লেখ ।


Ans: ব্যাকটেরিয়া , নীল সবুজ শৈবাল বা সায়ানো-ব্যাকটেরিয়া এবং মাইটোপ্লাজমা ইত্যাদি ।

8. প্রটিষ্টা প্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য লিখ ।

Ans: প্রটিষ্টা প্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য হলো -

(i) এদের চলাফেরা করার জন্য উপাঙ্গ থাকে ।
(ii) এদের পুষ্টির পদ্ধতি স্বপোষন বা পরপোষন হতে পারে ।


9. প্রটিষ্টা প্রাণীর কয়েকটি উদাহরণ দাও ।

Ans: প্রটিষ্টা প্রাণীর কয়েকটি উদাহরণ হল - শৈবাল , ডায়াটম প্রোটোজোয়া ইত্যাদি ।

10. মৃতজীবী উদ্ভিদ কি ? উদাহরণ দাও ।

Ans: যে সব জীব পৌঁছে যাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করে সে জীবকে মৃতজীবী উদ্ভিদ বলে ‌। উদাহরণ - ছত্রাক জাতীয় উদ্ভিদ যেমন এসপারজিলাস , পেনিসিলিয়াম্‌ , এগারারিকাস ইত্যাদি ।

11. সহজীবিতা বলতে কী বোঝো ?

Ans: যখন দু'রকম জীব পরস্পর পরস্পরের উপর নির্ভর করে বেঁচে থাকে , তাকে সহজীবিতা বলে ।

12. সহজীবী কি ? উদাহরণ দাও ।

Ans: যে সকল জীব পরস্পর পরস্পরের উপর নির্ভর করে বেঁচে থাকে তাকে সহজীবী বলে । উদাহরণস্বরূপ - লাইকেন ।

13. ফাঞ্জাই বা ছত্রাকের দুটি বৈশিষ্ট্য লেখ ।

Ans: Ans :-ফাঞ্জাই বা ছত্রাকের দুটি বৈশিষ্ট্য হলো -

(i) এরা হচ্ছে পরপোষী ইউক্যারিওটিক জীব ।
(ii) এদের কষে কাইটিন নামক কঠিন শর্করা দিয়ে তৈরি কোষ প্রাচীর থাকে ।


14. ফাঞ্জাই বা ছত্রাকের উদাহরণ দাও ।
Ans: ইস্ট , ব্যাঙের ছাতা ইত্যাদি ।

15. প্ল্যান্টি জীবের কয়েকটি বৈশিষ্ট্য লিখ ।
Ans: প্ল্যান্টি জীবের কয়েকটি বৈশিষ্ট্য হলো -

(i)। এরা হলো কোষ প্রাচীর যুক্ত বহুকোষী ইউক্যারিওট ।
(ii) এরা স্বপোষী এবং ক্লোরোফিলের সাহায্য সালোকসংশ্লেষণ করে ।

-->