MCQ




Q.1. কোষ আবিষ্কার করা বিজ্ঞানী হলেন—

(a) শোয়ান।
(b) রবার্ট হুক।
(c) শ্লেইডেন।
(d) রবার্ট ব্রাউন।



Ans :- (b) রবার্ট হুক।

Q.2. জীবদেহে প্রোটিন সংশ্লেষণ হয়—

(a) লাইসোজোমে
(b) মাইটোকন্ড্রিয়াতে
(c) গলজি যন্ত্রে
(d) রাইবোজোমে



Ans :- (d) রাইবোজোমে।

3. কোষঝিল্লি গঠিত হয়—

(a) সেলুলোজ দ্বারা
(b) সেলুলোজ এবং পেকটিন দ্বারা
(c) স্নেহ পদার্থ এবং প্রোটিন দ্বারা
(d) লিগনিন এবং প্রোটিন দ্বারা




Ans :- (c) স্নেহ পদার্থ এবং প্রোটিন দ্বারা।



Q.4. নিচের কোন অংশ খাদ্যে নিহিত শক্তি উৎপন্ন করে—


(a) রাইবোজোম
(b) গলজি যন্ত্র
(c) মাইটোকন্ড্রিয়া
(d) মাইটোকন্ড্রিয়া



Ans :- (c) মাইটোকন্ড্রিয়া।
Q.5. ক্রোমোজোমগুলো গঠিত হয়—


(a) RNA এবং প্রোটিন দ্বারা।
(b) DNA এবং RNA দ্বারা।
(c) DNA এবং প্রোটিন দ্বারা।
(d) (a) এবং (b)




Ans :- (c) DNA এবং প্রোটিন দ্বারা।
Q.6 . DNA এর কার্যকরী একক বলা হয়—


(a) কোষপ্রবেশ
(b) রসধানী
(c) জিন
(d) উপরোক্ত কোনোটা নয়




Ans :- (c) জিন।
Q.7. প্রাণীকোষের বহিরতম স্তরটি হলো—

(a) কোষবের
(b) কোষাবরণ
(c) নিউক্লিয়াবরণ
(d) উপরের কোনোটিই নয়



Ans :- (b) কোষাবরণ।

Q.8. নিচের কোন অংশকে কোষের শক্তির ভাণ্ডার বলা হয়—

(a) কোষকেন্দ্র
(b) রসধানী
(c) মাইটোকন্ড্রিয়া
(d) লাইসোজোম

Ans :- (c) মাইটোকন্ড্রিয়া।



Q.9. নিচের কোন বিজ্ঞানী কোষে কোষকেন্দ্রের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন—

(a) স্বান।
(b) লিউয়েনহুক
(c) রবার্ট ব্রাউন
(d) রবার্ট হুক






Ans :- উত্তরঃ (c) রবার্ট ব্রাউন।

Q.10. 23. এটিপির পূর্ণ রূপ কী?

(a) অ্যাডেনো ট্রাই ফসফেট
(b) অ্যাডেনো ট্রাই ফসফরাস
(c) অ্যাডেনোসিন টেট্রা ফসফেট
(d) অ্যাডেনোসিন ট্রাই ফসফেট




Ans :- (d) অ্যাডেনোসিন ট্রাই ফসফেট