SEBA ALL DISTRICT PRE-BOARD MCQ HSLC 2024

Get free pdf Notes
English Mcq

NOTES

page no - 15


1)কখন ও কোন ভাইসরয়ের শাসনকালে বঙ্গ বিভাজন ঘটে ?

Ans: ১৯০৫ সনে লর্ড নাথানিয়েন কার্জনের শাসন কালে ।


2) সিপাহী বিদ্রোহ কত সনে সংগঠিত হয়‌ ?

Ans: ১৮৫৭ সনে ।


3) কত খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের সরকার নিয়ন্ত্রণকারী আইন ( regulating act ) প্রণয়ন করেন ?
Ans :- ১৭৩৩ খ্রিষ্টাব্দে ।


4) কখন ‌ অসম নামক একটি প্রদেশ গঠন করা হয় ?
Ans: ১৮৭৪ খ্রিস্টাব্দের ৭ ফেব্রুয়ারী তারিখে ।


5) কাকে অসম প্রদেশ প্রশাসনের দায়িত্বভার দেওয়া হয়েছিল ?
Ans : Ans. কর্নেল আর. এইচ. কিটিংসকে ।

6) বঙ্গ বিভাজনের ক্ষেত্রে লর্ড কার্জনকে সাহায্য করা দুজন ব্যক্তির নাম লিখ ?


Ans: : Ans: মধ্যপ্রদেশের মুখ্য আয়ুক্ত - অ্যান্ডু ফেজার ও
অসমের মুখ্য আয়ুক্ত - জন ব্যামফিল্ড ফুলার ।


7)ইষ্ট ইন্ডিয়া কোম্পানির তিনটি প্রধান শাসন কেন্দ্র কী কী ?



Ans : কোলকাতা, বোম্বাই ( বর্তমান মুম্বাই ) , ও মাদ্রাজ ( বর্তমান চেন্নাই ‌) ।


8) কখন ইয়ান্ডাবু সন্ধি সংগঠিত হয় ?



Ans: 1826 খ্রিস্টাব্দের 24 ফেব্রুয়ারী ।


9)কখন অ্যান্ডু ফেজারকে বঙ্গ‌ প্রদেশের লেফটেনান্ট গভর্নরের পদে অধিষ্ঠিত করা হয় ?



Ans. 1903 খ্রিস্টাব্দে ।


10) 'আঞ্চলিক পূর্ণগঠন সংক্রান্ত টীকা' ( minule on lerritorial Re-distribution in India ) কী ?



Ans. Page no 4


11) 11. কোন প্রস্তাবটি 'রিজলি পেপার' ( Risley Paper ) নামে খ্যাত হয়েছিল ?



Ans. বঙ্গ বিভাজন প্রক্রিয়ার প্রস্তাবটি রিজনি পেপার নামে খ্যাত হয়েছিল ।


12)বঙ্গ ভঙ্গ কাকে বলা হয় ?



Ans. বঙ্গদেশকে দ্বিখন্ডিত করা এবং খন্ডিত একাংশ অসমের সঙ্গে সংলগ্ন করবার প্রক্রিয়াটিকে ঐতিহাসিক বঙ্গভঙ্গ বলা হয় ।


13) বঙ্গভঙ্গের অন্তর্নিহিত উদ্দেশ্য কী ছিল ?



Ans: বঙ্গভঙ্গের অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানের মধ্যেকার একতা ভেঙে দেওয়া ।

14)কখন লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাবটি অনুমোদনের জন্য ভারত সচিবের নিকট প্রেরণ করেন ?



Ans. ১৯০৫ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারী তারিখে ।


15) কখন এবং কোন ভারত সচিব বঙ্গভঙ্গের প্রস্তাবে অনুমোদন জানান ?



Ans. ১৯০৫ সনের 9 জুন তারিখে, ভারত সচিব জন ব্রডরিক
16) কখন বঙ্গভঙ্গ প্রক্রিয়াটি সম্পন্ন করার দিন ধার্য করা হয়েছিল ?



Ans :- 1905 সনের 16 ই অক্টোবর তারিখে ।


17)বঙ্গভঙ্গের চার পর্বের কার্যসূচি কি ছিল লেখো ।



Ans :-
Page no - 06
18) বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বঙ্গদেশের কয়েকজন বিখ্যাত চিন্তা নায়ক ‌গণের নাম লিখ ?



Ans :-
সুরেন্দ্রনাথ বদ্ধোপাধ্যায় বিপিন চন্দ্র পাল, অরকিদ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর , রাম বিহারী বাদুড় , রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ইত্যাদি ।

19)কোন দিনটিকে 'জাতীয় শোক দিবস' নামে জানা যায় ?




Ans:- 16 ই অক্টোবর





20) কয়েকজন সর্বভারতীয় পর্যায়ের নেতাদের নাম লিখ ?





Ans:- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বালগঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে, আনন্দ মোহন বসু, লাল লাজপত রায়, দাদাভাই নৌরজি প্রভৃতি ।
21. স্বদেশী আন্দোলন কখন হয়েছিল ? স্বদেশী শিল্প বিকাশের উদ্যোগে এর অবদান কী ছিল ? (HSLC 2020 )


| Ans:- 1905 -11 কালের সময়সীমার স্বদেশী আন্দোলন হয়েছিল । স্বদেশী আন্দোলনের ফলে আত্মশক্তির বিকাশের মানসিকতা বঙ্গদেশে জাতীয় শিল্প কারখানা প্রতিষ্ঠান করতে অবদান যুগিয়েছিল । যেমন- স্বদেশী পনের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন কুটির শিল্প ও বেশ কয়েকটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল । সুতাকাটা কল ক্ষুদ্র ও মাঝারি তাঁত শিল্প, সর্ষের তেল, সাবান, চিনি, দেশলাই, বিস্কুট ইত্যাদি কারখানা গুলো স্বদেশী আন্দোলনের পরিপেক্ষিতেই গড়ে উঠেছিল ।




22.স্বদেশী আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রকাশিত হওয়া বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকা গুলোর নাম লিখ ?


Ans:- Page no -10

23. স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত উল্লেখযোগ্য নাটগুলোর নাম লিখ ?


Ans:- Page no -11

24. স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত বিখ্যাত গ্রন্থ গুলোর নাম লিখ ।


Ans:- Page no -11

25. কবি রবীন্দ্রনাথের কোন শীর্ষক গীতটি এবং কত সনে পরবর্তীকালে , স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় সংগীতের মর্যাদা লাভ করেছিল ?

Ans:-' আমার সোনার বাংলা', 1971 সনে ।


26.স্বদেশী আন্দোলনের পটভূমিতে রবীন্দ্রনাথের রচিত একটি বিখ্যাত প্রবন্ধের নাম লিখ ?


Ans:-'ভাই ভাই এক ঠাঁই' ।


27. 27. কখন ও কার প্রচেষ্টায় বঙ্গীয় কলা সংসদ নামক জাতীয় অনুষ্ঠান গড়ে উঠেছিল ?

Ans:- 1907 সনে , অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় ।
28. স্বদেশী আন্দোলনে অগ্রনী ভূমিকা নেওয়া দুজন নারীর নাম লিখ ?

Ans:- সরলাদেবী চৌধুরানী ও ভগিনী নিবেদিতা ।

29.কখন ও কার প্রচেষ্টায় বেঙ্গল কেমিক্যালস নামক শিল্প প্রতিষ্ঠানটি গড়ে উঠে ?

Ans:- 25 জুলাই, 1906 সনে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রচেষ্টায় ।
30. স্বদেশী আন্দোলনের ফলাফলগুলো ব্যাখ্যা কর ?

Ans:- Page no 10-13 .

31.লর্ড কার্জনের পরে কে ভাইসরয় পদে অধিষ্টিত হল ?

Ans:- লর্ড মিন্টো ।
32.কখন ও কার আহবানে 'সর্বভারতীয় মুসলিম লিগ এর জন্ম হয়েছিল ?


Ans:-1906 খ্রিস্টাব্দের 30 ডিসেম্বর, নবাব সলিমুল্লার আহবানে ।

33.মুসলিম লিগের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল লিখ ?


Ans:- Page no 15 .

34. কখন মুসলিম লিগের কার্যালয় লক্ষ্যৌতে স্থানান্তরিত করা হয় ?

Ans:-1910 খ্রিষ্টাব্দে ।


35.স্বদেশী আন্দোলনের তিনটি অবদান উল্লেখ করো ?


Ans:- Page no 17.


36. বঙ্গ বিভাজনের তিনটি অন্তর্নিহিত উদ্দেশ্য লিখ ?

Ans:- (i) বঙ্গভঙ্গ পরিকল্পনা রুপায়নের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদের প্রাণকেন্দ্র বঙ্গদেশকে দ্বিখন্ডিত করে হিন্দু বাঙালি এবং বুদ্ধি জীবিদের দুটো প্রদেশেই সংখ্যা লঘুতে পরিণত হয় ।

(ii) ব্রিটিশ সাম্রাজ্যবাদকে শক্তিশালী রূপে গড়ে তোলা ও

(iii) বঙ্গবিভাজনের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে অনগ্রসর মুসলমানদের ইংরাজ শাসনের প্রতি অনুগত করানো ।


37. স্বদেশী আন্দোলনের সময় বঙ্গদেশে থেকে প্রচারিত তিনটি সংবাদপত্রের নাম লিখ ?

Ans:- (i) যুগান্তর

(ii) সন্ধা ও‌

(iii) বন্দেমাতরম


38.বঙ্গ বিভাজন পরিকল্পনা কবে কার্যকরী করা হয়েছিল ? বঙ্গ বিভাজন আন্দোলনকে স্বদেশী আন্দোলন নাম কেন দেওয়া হয়েছিল ?

Ans:-
39. অ্যান্ডু ফেজার এবং জন ব্যম ফিল্ড ফুলার কীভাবে লর্ড কার্জনকে বঙ্গ বিভাজনে সাহায্য করেছিলেন ?

Ans:-

31.লর্ড কার্জনের পরে কে ভাইসরয় পদে অধিষ্টিত হল ?

Ans:- লর্ড মিন্টো ।