উত্তর: কোন বস্তুর স্থির অবস্থায় থাকার এবং গতিশীল বস্তুর একই বেগে একই দিকে গতিশীল থাকার প প্রবণতাকে জড়তা বলে।
3) নিউটনের প্রথম গতিসূত্রটি কি ?
উত্তর: বাহ্যিক বল প্রয়োগ না করলে কোন বস্তু স্থির অবস্থায় থাকে এবং গতিশীল বস্তু একই বেগে একই দিকে গতিশীল অবস্থায় থাকে এটাকে বলা হয় নিউটনের প্রথম সূত্র।
4) ভরবেগ কি ?
উত্তর: বস্তুর ভর এবং বেগের পুরনফলকে ভরবেগ বলে।
5) ভরবেগের SI একক কি ?
উত্তর: ভরবেগের SI একক হল - Kgms -1 ।
6) নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি কি ?
উত্তর: বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত অসমতুল বলের সমানুপাতিক এবং এই পরিবর্তন বলের দিকেই ঘটে | এটাকে বলা হয় নিউটনের দ্বিতীয় সূত্র।
7) বলের SI একক কি ?
উত্তর: বলের SI একক হল: Kgms -2 বা নিউটন।
)
8) নিউটনের তৃতীয় গতিসূত্রটি কি ?
উত্তর: নিউটনের তৃতীয় গতিসূত্র টি হল প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে | ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল।
9) ভরের SI একক কি ?
উত্তর: ভরের SI একক হল: (কিলোগ্রাম) (kg)।
10) নিউটনের তৃতীয় গতিসূত্রের একটি উদাহরণ দাও ?
উত্তর: নিউটনের তৃতীয় গতিসূত্রের একটি উদাহরণ হল: যখন বন্দুক থেকে গুলি ছোরা হয় বন্দুকটি সামনের দিকে বুলেটের উপর বল প্রয়োগ করে বুলেট টি বন্দুকের উপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে এই ফলে পেছনদিকে গতিশীল হয়।
11) একটি কার্পেট কে লাঠির দ্বারা আঘাত করলে এর থেকে ধুলোবালি বেরিয়ে আসছ কেন ?
উত্তর: যখন আমরা কার্পেটকে লাঠির দ্বারা আঘাত করে তখন এর মধ্যে গতির সৃষ্টি হয় কিন্তু কার্পেট থাকা ধুলোবালি স্থির অবস্থায় থাকতে চায় স্থিতি জড়তার জন্য ফলে কার্পেট টি থেকে ধুলোবালি বেরিয়ে আসে।
(CH33 CooH)>
12) চলন্ত গাড়ি ব্রেক করলে আমারে সামনের দিকে ঝুকে পড়ি এবং স্থির অবস্থা থেকে হঠাৎ গাড়িতে চলতে শুরু করে আমরা পিছন দিকে ঝুঁকি কেন ব্যাখ্যা কর ?
উত্তর: চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে গতি ধীর হয় কিন্তু গতি জরতার জন্য আমাদের দেহ গতি অবস্থায় থাকতে চায় ফলে আমরা সামনের দিকে ঝুকে যাই স্থির অবস্থা থেকে হঠাৎ গাড়িটি চলতে শুরু করলে আমরা পিছন দিকে হেলে যায় কারণ এই হঠাৎ গতির ফলে গাড়িটি এবং গাড়ির মেঝের সঙ্গে লেগে থাকা আমাদের পা দুটি গতিশীল হয় কিন্তু স্থিতি জরতার জন্য দেহের উদ্ধাংশ এই গতি বাধা দেয়।