SEBA ALL DISTRICT PRE-BOARD MCQ HSLC 2024

Get free pdf Notes
আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসঙ্ঘ এবং অন্যান্য Mcq

NOTES

page no - 15


1) কত সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় ?

Ans: 24 অক্টোবর।


2) কোন দিনটিকে 'রাষ্ট্রসংঘ দিবস ' হিসেবে পালন করা হয় ?

Ans: 24 অক্টোবর।


3) রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্র কতটি ?
Ans :- 193 টি‌


4) কোথায় রাষ্ট্রসঙ্ঘের মুখ্য কার্যালয় আছে ?
Ans: নিউইয়র্ক শহরে।


5) রাষ্ট্রসঙ্ঘের ঘনদে মোট কতটি অনুচ্ছেদ আসছে ?
Ans : Ans. 111 টি।

6) রাষ্ট্রসঙ্ঘের প্রধান অস্ত কততি ও কি কি ?


Ans: : Ans: রাষ্ট্রসঙ্ঘের কথা নষ্ট ছয়টি। এগুলি হল →
(I) সাধারণ সভা।
(II) নিরাপত্তা সভা।
(III) অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ।
(Iv) ন্যাসরক্ষা পরিষদ।
(V) আন্তর্জাতিক ন্যায়ালয় এবং
= (Vi) সচিবালয়।

7)রাষ্ট্রসংঘের বৃহত্তম অঙ্গ কোনটি ?



Ans : সাধারণ সভা।


8) রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী সদস্য রাষ্ট্র গুলির নাম লেখ ?



Ans: আমেরিকা ,গ্রেট ব্রিটেন ,ফ্রান্স ,রাশিয়া এবং চীন।


9) রাষ্ট্র সংঘের কত নং অনুচ্ছেদ মতে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ গঠিত হয় ?



Ans. 55 নং।


10) রাষ্ট্রসঙ্ঘের ঘনদের অতনু অনুচ্ছেদ নেশ রক্ষা পরিষদের কথা উল্লেখ আছে ?



Ans. 76 নং অনুচ্ছেদে।


11) কত সনে রাষ্ট্রসংঘ নিরস্ত্রীকরণ আয়োগ গঠন করে ?



Ans. 1952 সনে।


12) কখন রাষ্ট্রের সঙ্গে তৎপরতায় আংশিকভাবে আণবিক অস্ত্রের নিষ্করন নিষিদ্ধ চুক্তি গৃহীত হয় ?



Ans. 1963 সনে।


13) কখন 'বহি : মহাকাশ' চুক্তি গৃহীত হয় ?



Ans: 1967 সনে।

14) কখন পারমানবিক অস্ত্র সংকোচন চুক্তি গৃহীত হয় ?



Ans. 1968 সনে।


15) কখন সিন্দুতল নিয়ন্ত্রণ চুক্তি গৃহীত হয় ? 1971 সনে।



Ans. 1971 সনে।
16) কখন 'সল্ট-1-চুক্তি ও 'সল্ট-2 চুক্তি গৃহীত হয় ?



Ans :- 1972 ও 1979।


17) কখন 'পারমাণবিক অস্ত্র 'নিয়ন্ত্রণ চুক্তি গৃহীত হয় ?



Ans :-
1993 সনে।
18) কখন 158 ই রাষ্ট্রের সর্বক্ষণ ে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি গৃহীত হয় ?



Ans :-
1993 সনে।

19) কখন রাষ্ট্রসংঘ প্রতিরোধমূলক কূটনীতি প্রবর্তন করে ? 2007 সনে।




Ans:- 2007 সনে।





20) রাষ্ট্রসঙ্ঘের 'মানব অধিকার আয়োগ' কখন প্রতিষ্ঠিত হয়েছিল ? 1946 সালের 16 ই ফেব্রুয়ারি।





Ans:- 1946 সালের 16 ই ফেব্রুয়ারি।
21. কখন সল্ট-1-চুক্তি ‌ও সল্ট 2 চুক্তি গৃহীত হয় ?


| Ans:- 1972 ও 1979 সালে ।




22.কখন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি গৃহীত হয় ?


Ans:- 1993 সালে ।

23. কখন ১৫৮ টি রাষ্ট্রের সমর্থনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি গৃহীত হয় ?


Ans:- 1996 সালে ।

24. কখন রাষ্ট্রসংঘ প্রতিরোধ মূলক কূটনীতি প্রবর্তন করেন ?


Ans:- 2007 সালের জুন মাসে ।

25. রাষ্ট্রসংঘের 'মানব অধিকার আয়োগ' কখন প্রতিষ্ঠিত হয়েছিল ?

Ans:- 1946 সালের 16ই ফেব্রুয়ারী ।


26.রাষ্ট্রের মানব অধিকার আয়োগের উদ্দেশ্য কী ?


Ans:-বিশ্বের মানব সমাজের অধিকার গুলোকে সুরক্ষা দেওয়া ।


27. 27. কখন এবং কতটি রাষ্ট্রের সমর্থনে মানব অধিকার ঘোষণা পত্র গ্রহণ করে বলবৎ করা হয় ?

Ans:- 1948 সালের 10 ডিসেম্বর । 48 টি রাষ্ট্রের সমর্থনে ।
28. কোন দিনটিকে মানব অধিকার দিবস হীসাবে পালন করা হয় ?

Ans:- 10 ডিসেম্বর ।

29.মানব অধিকার ঘোষণা‌ পএে মোট কতটি অনুচ্ছেদ আছে ?

Ans:- 30 টি অনুচ্ছেদ ।
30. মানব অধিকার ঘোষণাপত্রের দুটি উদ্দেশ্য লিখ ?

Ans:- Page no 16

31.রাষ্ট্রসংঘের সাধারণ সভা কবে মানব অধিকার ঘোষণা পত্র গ্রহণ করে ? এই ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ?

Ans:-রাষ্ট্র সংঘের সাধারন সভা 1948 সালের 10 ডিসেম্বর তারিখে মানব অধিকার ঘোষণা পত্র গ্রহণ করে । মানব অধিকার ঘোষনা পত্রের প্রধান উদ্দেশ্যটি হল । বিশ্বে শান্তির বাতাবরন ফিরিয়ে আনা ।