উত্তর: আমাদের চারপাশের অবস্থা যা মিলে একটু পরিস্থিতি তন্ত্র গঠিত হয় তাকে পরিবেশ বলে। যেমন ঘরবাড়ি গাছপালা রাস্তাঘাট স্কুল কার্যালয় ইত্যাদি ।
2. জৈব বিনাশক আবর্জনা কী ?
উত্তর: যেসব পদার্থ যদি প্রক্রিয়া দ্বারা ভাঙা যায় তাদের আবর্জনা খোসা , কাগজ ইত্যাদি ।
3. 6. জীবজগৎ কে তাদের ভরণ পোষণের পদ্ধতির উপর নির্ভর করে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি ?
উত্তর: জীব জগৎকে তাদের ভরণপোষণের পদ্ধতির উপর নির্ভর করে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় । এগুলি হল -
(i) উৎপাদক (ii) উপভোক্তা এবং (iii) বিয়োজক ।
7. উৎপাদক বলতে কী বোঝো ? উদাহরণ দাও ।
উত্তর: যে সকল জীব কোন অজৈব পদার্থ থেকে খাদ্য আহরণ করে তাদেরকে উৎপাদক বলে । যেমন - সবুজ উদ্ভিদ , নীল সবুজ শৈবাল ইত্যাদি ।
8. উপভোক্তা বলতে কি বোঝো? কয়েকটি উদাহরণ দাও ।
উত্তর:- যে সকল জীব উৎপাদনকারী থেকে উৎপাদিত খাদ্য সরাসরি ভক্ষণ করে অথবা পরোক্ষভাবে অন্যান্য বক্তাদের খায় তাদের উপভোক্তা বলে । যেমন - মানুষ , গরু, ছাগল ইত্যাদি ।
9. বিয়োজক বলতে কী বোঝো ? উদাহরণ দাও ।
উত্তর: যে সকল ক্ষুদ্র জীব মৃত জীবের দেহা ব জটিল যৌগ ভেঙে
সরল কনাতে পরিণত করে , তাকে বিয়োজক বলে । উদাহরণস্বরূপ - ব্যাকটেরিয়া ও ছত্রাক জাতীয় অনুজীব ইত্যাদি ।
10. খাদ্য শৃংখলের প্রাথমিক পৌষ্টিক স্তর টি কি ?
উত্তর: স্বপোষী বা উৎপাদক ।
11. স্বপোষী জীব কোথা থেকে শক্তি সংগ্রহ করে ?
উত্তর: সূর্যরশ্মি থেকে ।
12. শক্তির পরিবহন একমুখী / বহুমুখী ?
>
উত্তর: একমুখী ।
13. খাদ্যজাল ( Food web ) কি ?
>
Ans :- খাদ্য শৃঙ্খলের মধ্যে অনেক শাখা-প্রশাখা থাকে । শাখা প্রশাখার দ্বারা গঠিত খাদ্যশৃঙ্খল জটিল হয় । এমন জটিল খাদ্যশৃঙ্খল কে খাদ্যজাল বলা হয় ।
14. ওজোন অনু কি দিয়ে গঠিত ?
>
উত্তর: ওজন অনু ( O3) তিনটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত ।
15. ওজন বায়ুমন্ডলের কোথায় থাকে ?
>
উত্তর: ওজন বায়ুমন্ডলের উচ্চ স্তর স্ট্যাটোসপিয়ারে থাকে ।
16. ওজোন স্তরের কাজ কি ?
>
Ans :- ওজন সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে এই রশ্মি জীবের অতিমাত্রায় ক্ষতি করে, উদাহরণস্বরূপ মানবজাতির চর্মে কর্কট রোগ এই রশ্মির কারণেই হয় ।
17. ওজন গঠনে চিত্র আঁকো ।
Ans :- কাঠ কয়লার কয়েকটি সুবিধা হল :- (a) কাঠকয়লা শিখা হীন ভাবে জ্বলে , এতে তুলনামূলক ভাবে কম ধোঁয়া উৎপন্ন হয় । (b) এর তাপ উৎপাদন ক্ষমতা অধিকতর ।
18. কখন ওজন গ্যাসের পরিমাণ বায়ুমন্ডলে হঠাৎ কমতে শুরু করেছিল ?
Ans :- 1980 সনে ।
20. কয়েকটি যন্ত্রপাতির নাম লেখ যেখানে ক্লোরোফোরো কার্বন জাতীয় গ্যাসের ব্যবহার হয় ।
উত্তর: অগ্নি নির্বাপক যন্ত্র , রেফ্রিজারেটর , শীত তাপ নিয়ন্ত্রণ যন্ত্র ইত্যাদি ।
21. UNEP এর সম্পূর্ণ নাম লিখ ।
উত্তর: United nations environment programme ( ইউনাইটেড নেশন্স এনভিরনমেন্ট প্রোগ্রাম ) ।