Get free pdf Notes
sst Mcq
NOTES
page no - 15
1) লক্ষ্যবস্তু সমান আকারে সদ বিম্ব পাওয়ার জন্য লক্ষ্যবস্তুতি উত্তল লেন্সের কোন স্থানে থাকতে লাগবে ?
A) লেন্সের মুখ্য ফোকাসে।
B) ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ দূরত্ব।
C) অসীম।
D) লেন্সের আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাস এর মধ্যে।
Ans: ?
2) অবতলায় না গঠিত প্রতিবন্ধী ?
A) সৎ এবং সংকুচিত।
B) সৎ এবং বিবর্ধিত।
C) অসৎ এবং বিবর্ধিত।
D) অসৎ এবং সংকুচিত।
Ans: ?
3) খুব ছোট ছোট বস্তু দেখার জন্য তুমি কোন ধরনের লেন্সের ব্যবহার করবে ?
A)50 cm ফোকাসদের ঘর উত্তল লেন্স।
B)5 cm ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স।
C)50 cm ফোকাস দৈর্ঘ্য আর অবতল লেন্স।
D)5 cm ফোকাসদের ঘর অবতল লেন্স।
Ans :- ?
4) লক্ষ্য বস্তুর সমান আকার সৎ প্রতিবন্ধ পাওয়ার জন্য লক্ষ্যবস্তুটি উত্তল লেন্সের সম্মুখে কোন স্থানে রাখতে লাগবে ?
A) অসীম।
B) লেন্সের মুখ্য ফোকাসে।
C) ফোকাস দৈর্ঘ্যের দুই গুণ দূরত্ব।
D) লেন্সের আলোকের কেন্দ্র এবং মুখ্য ফোকাস এর মধ্যে।
Ans: ?
5)40 ডিগ্রি কোণের সম্মুখে লগে লগে রাখা দুটি সমতল আনার মধ্যে একটা বস্তু রাখলে সৃষ্টি হওয়া প্রতিবিম্ব সংখ্যা হবে ?
A)3
B)4
C)6
D)8
Ans : ?
6) অবতল লেন্সের একটা প্রতিবিম্ব গঠিত হলে প্রতিবিম্বতি হবে ?
,
A) সৎ এবং আকারে ছোট।
B) সৎ এবং আকারে বড়।
C) অসৎ এবং আকারে ছোট।
D) অসৎ এবং আকারে বড়।
Ans: ? :
8) দুটি সমান্তরাল থাকা আয়নার মাঝে লক্ষ্যবস্তু একটা রাখিলে প্রতিবিম্ব সৃষ্টি হবে ?
A) দুটি
B) তিনটি
C) চারটে
D) অসংখ্য
Ans : ?
10) অবতল আয়নার প্রতিবিম্ব রাক্কার লক্ষ্যবস্তুর সমান হবে হলে লক্ষ্যবস্তুর অবস্থান হতে হবে ?
?
A) ফোকাসে।
B) ফোকাস এবং মেরুর মাঝে।
C) উত্তল।
D) প্যারাবলয।
Ans: ?
9) গাড়ির ইয়ারভিউ হিসাবে ব্যবহার করা হয় আয়নাটি হলো ?
A) সমতল আয়না।
B) উত্তরায় আয়না।
C) অবতল আয়না।
D) উপরের একটিও নয়।
Ans. ?
10) অবতল আয়নার প্রতিবিম্ব রাক্কার লক্ষ্যবস্তুর সমান হবে হলে লক্ষ্যবস্তুর অবস্থান হতে হবে ?
A) ফোকাসে।
B) ফোকাস এবং মেরুর মাঝে।
C) উত্তল।
D) প্যারাবলয।
Ans. ?
11) টর্চের আলো একমুখী করতে ব্যবহার করা আয়নাটি ?
A) উত্তল
B) সমতল
C) অবতল।
D) অসংখ্য
Ans. ?
12) দুটি সমান্তরাল আয়নার সাহায্যে কয়টি প্রতিবিম্ব গঠন করতে পারব ?
A) দুটি
B) তিনটি
C) চারটি
D) অসংখ্য
Ans. ?
13) অবতলানের প্রতিবিম্বের অবস্থান ফোকাসে হলে প্রতিবিম্ব টি ?
A) সৎ এবং উল্টা।
B) অসৎ এবং থেমে।
C) সৎ এবং থেমে হবে।
Ans: ?
14) অবতরণের প্রতিবিম্ব আনার পিছনে গঠিত হলে এবং লক্ষ্যবস্তু p এবংF এর মাঝে থাকলে প্রতিবিম্ব ?
A) সবচেয়ে বিবর্ধিত।
B) একই আকার।
C) বিবর্জিত হবে।
Ans. ?
15) অবতলায়নার স ৎ উল্টা সংকুচিত প্রতিবিম্ব গঠনের জন্য লক্ষ্যবস্তুর অবস্থান হতে হবে ?
A)c বাহিরে।
B)C এবং F এর মধ্যে।
C)P এবং F এর মধ্যে।
D)F এ।
Ans. ?
16) উত্তরায়নের ক্ষেত্রে অতিশয় ছোট অসৎ এবং থেমে থাকা প্রতিবিম্ব গঠন করতে হলে লক্ষ্যবস্তুর অবস্থান হবে ?
A) অসীম এবং মেরুত।
B) অসীমত।
C) বিয়ের মধ্যে।
Answer: ?
17 নিচের কোনটি ব্যবহার করে দূরে অবস্থিত অট্টালিকা একটা সম্পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাওয়া যাবে ?
A) একটি অবতল আয়না।
B) একটি উত্তল আয়না।
C) একটি সমতল আয়না।
D) অবতল এবং সমতলায়নার একলগে।
Ans :-
?
18) 1 D ক্ষমতার উত্তল আয়নার এখন এবং 1.5 D ক্ষমতার অবতলায়নার দুটি ফোকাস দৈর্ঘ্য হবে।
A)2m
B)-2m
C)0.5m
D)2.5m
Ans :- ?
19) ঘড়িতে ব্যবহৃত আয়নাটি হলো ?
A) উত্তল লেন।
B) সমতল উত্তল লেন্স।
C) অবতল লেন্স।
D) অবতল।
Ans :- ?
20) লক্ষ্যবস্তু দূরত্ব পরিবর্তনের লগো লগে ফোকাসদের ঘর পরিবর্তন হব নাকি ?
A) বলতে পারছি না।
B) মাঝে সময় হবে।
C) কোন সময় হবে না।
D) সর্বদায় হয়।
Ans :- ?
21) আকাশের নীল রঙের কারণ হলো ?
A) সূর্য রশ্মির বিক্ষেপণ।
B) সূর্য রশ্মীর বিচ্ছুরণ।
C) সূর্য রশ্মির প্রতিসরণ।
D) সূর্য রশমির প্রতিফলন।
|
Ans :- ?
22) আলো কলর দ্রবণের মধ্য দিয়ে পার হলে সংঘটিত পরিঘটনাটি হলো ?
A) বিচ্ছুরণ।
B) টিন্ডেলর প্রিয়া।
C) রামধনু।
D) উপরের একটিও নয়।
Ans :- ?
23) একজন ব্যক্তি -2 আমাদের চশমা ব্যবহার করলে তার দৃষ্টির বিকার হলো ?
A) মায়োপিয়া।
B) হাইপারমেট্রোপিয়া।
C) প্রেসবায়োপিয়া।
D) উপরের একটি ও নয়।
Ans :- ?
24)2D ক্ষমতার একটি উত্তল লেন্স এবং -1.5 D ক্ষমতার একটি অবতল লেন্স পরস্পর সংস্পর্শ করা হলে সমতল লেন্সের প্রকৃতি হবে ?
A) উত্তল লেন্সের।
B) অবতল লেন্সের।
C) উত্তর আয়নার।
D) অবতল আয়নার।
Ans :- ?